মুফতি মিনহাজ উদ্দিন।
ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব এবং ইমাম সমাজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুফতি মিনহাজ উদ্দিন আফগানিস্তানে চলমান ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত লোকদের প্রতি শোক প্রকাশ করে বলেন,
সম্প্রতি আফগানিস্তানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে মর্মাহত। এই প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত শহীদি মর্যাদা কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এ দুর্যোগে আহত ও নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আমরা মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি। একই সঙ্গে আমরা আফগান জনগণের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই।
আল্লাহ তাআলা আফগান ভাই-বোনদের এই বিপদের মুহূর্তে ধৈর্য ও সহ্যশক্তি দান করুন, এবং তাদেরকে দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠার তাওফিক দিন।