ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজার জন্য জার্মানির ২৯ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর জার্মানি গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদানের ঘোষণা দিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই ঘোষণা দেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে চ্যান্সেলর মের্ৎস লিখেছেন, “আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।”

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। এই সহায়তা যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে, যেখানে খাদ্য, জল এবং চিকিৎসার তীব্র সংকট রয়েছে।

জার্মানির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি কোনো পশ্চিমা দেশের পক্ষ থেকে অন্যতম বৃহৎ মানবিক সহায়তা প্যাকেজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

গাজার জন্য জার্মানির ২৯ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা

আপডেট সময় : ১১:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর জার্মানি গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদানের ঘোষণা দিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই ঘোষণা দেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে চ্যান্সেলর মের্ৎস লিখেছেন, “আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।”

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। এই সহায়তা যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে, যেখানে খাদ্য, জল এবং চিকিৎসার তীব্র সংকট রয়েছে।

জার্মানির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি কোনো পশ্চিমা দেশের পক্ষ থেকে অন্যতম বৃহৎ মানবিক সহায়তা প্যাকেজ।