ঐতিহাসিক সফরে ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ইসলামপন্থী গোষ্ঠীর কোনো উচ্চপর্যায়ের নেতার এটি প্রথম দিল্লি সফর। তার এই সফরকে ভারত-আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, এতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর করতে পারবেন। সফরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্য নিয়ে আলোচনা করবেন মুত্তাকী।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মস্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আফগান মন্ত্রীকে স্বাগত জানিয়ে এক এক্স বার্তায় লিখেছেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়গুলিতে তার সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এনডিটিভি জানিয়েছে, সফরে মুত্তাকি ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। এছাড়াও মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল এবং একটি ঐতিহাসিক ইসলামী মাদ্রাসা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে নয়াদিল্লিতে পৌঁছানোর আগে রাশিয়ার রাজধানী মস্কোতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন মুত্তাকি। সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজধানী কাবুলের কাছে বাগরাম সামরিক ঘাঁটি দখলের ঘোষণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন রাশিয়া, ভারত- পাকিস্তানসহ আঞ্চলিক শক্তিগুলো।
উল্লেখ্য, রাশিয়া একমাত্র দেশ যেটি এখনও পর্যন্ত তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে। যদিও ঐতিহাসিকভাবে ভারত এবং আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু নয়াদিল্লি তালেবানদের স্বীকৃতি দেয়নি এবং ২০২১ সালে কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়।