ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ বাংলাদেশি শহিদুল আলমকে কেৎজিয়েত কারাগারে বন্দি রেখেছে ইসরায়েল ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: কেটেছে সুনামির আশঙ্কা, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র নোবেল পুরস্কার না পেলে ট্রাম্প কী করবেন ভেবেই নরওয়েতে ‘আতঙ্ক’! বিশ্বনাথে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০ বিশ্বব্যাপী শান্তি রক্ষা মিশনে বাহিনী হ্রাসের সিদ্ধান্ত: বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে প্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু হচ্ছে জেহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে: তারেক রহমান যুক্তরাষ্ট্র চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক : পেজেশকিয়ান

ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: কেটেছে সুনামির আশঙ্কা, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর যে সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল, তা এখন কেটে গেছে।

ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের জেরে ফিলিপাইনের উপকূলে সর্বোচ্চ ৩ মিটার (১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপকূলগুলোতে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যেতে পারে বলেও সতর্কতা দেওয়া হয়েছিল।

যদিও সতর্কতা জারির এক ঘণ্টার মধ্যেই ইন্দোনেশিয়ার আর্থকোয়েক অ্যান্ড সুনামি সেন্টারের প্রধান জানান, দেশটির জলসীমায় ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সাধারণত ০.৫ মিটার উচ্চতার ঢেউকে ‘মাইনর সুনামি’ হিসেবে ধরা হয়।

ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে।

এ দিকে ভূমিকম্প-পরবর্তী সময়ে সুনামির ভয় কেটে গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে কিছু ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে।

ফিলিপাইনের ব্যুরো অব ফায়ার প্রোটেকশন তাদের ফেসবুক পাতায় জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ ধীরগতিতে কাজ করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরুরি সেবা কর্মীরা ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত

ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: কেটেছে সুনামির আশঙ্কা, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র

আপডেট সময় : ০১:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর যে সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল, তা এখন কেটে গেছে।

ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের জেরে ফিলিপাইনের উপকূলে সর্বোচ্চ ৩ মিটার (১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপকূলগুলোতে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যেতে পারে বলেও সতর্কতা দেওয়া হয়েছিল।

যদিও সতর্কতা জারির এক ঘণ্টার মধ্যেই ইন্দোনেশিয়ার আর্থকোয়েক অ্যান্ড সুনামি সেন্টারের প্রধান জানান, দেশটির জলসীমায় ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সাধারণত ০.৫ মিটার উচ্চতার ঢেউকে ‘মাইনর সুনামি’ হিসেবে ধরা হয়।

ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে।

এ দিকে ভূমিকম্প-পরবর্তী সময়ে সুনামির ভয় কেটে গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে কিছু ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে।

ফিলিপাইনের ব্যুরো অব ফায়ার প্রোটেকশন তাদের ফেসবুক পাতায় জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ ধীরগতিতে কাজ করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরুরি সেবা কর্মীরা ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।