ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এআই কি আগে থেকে ত্বকের ক্যানসার চিহ্নিত করতে পারবে?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ক্যানসারের একটি ধরন হলো ত্বকের ক্যানসার। এই ক্যানসারের একটি লক্ষণ হলো ‘লিজন’। সাধারণত ত্বকের ওপর মৃত কোষের প্যাচ তৈরি হলে কিংবা ত্বকে পুঞ্জীভূত ছোট-বড় ফোসকা হলে কিংবা ত্বকে উঁচু মাংসপিণ্ড তৈরি হলে তাকে লিজন বলা হয়।

তবে লিজন মানেই যে তা ক্যানসারের উপসর্গ— এমনটা ঠিক নয়। এক্ষেত্রে যার ত্বকে লিজন হয়েছে, তিনি কীভাবে বুঝবেন তার ক্যানসার হয়েছে কি না? পরীক্ষার মধ্যে এই জানা সম্ভব। তবে সাম্প্রতিক এক আবিষ্কার এই কাজটি আরও সহজ করে দিচ্ছে। ত্বকের ক্যানসার হয়েছে কি না তা জানার জন্য আর দীর্ঘসময় অপেক্ষার প্রয়োজন নেই।

এআই বা কৃত্রিম মেধাচালিত একটি ‘সিস্টেম’ লিজনের অবস্থা দেখে অথবা তার বর্ণনা শুনে বলে দিতে পারবে সেটি ক্যানসার কি না। এর ফলে ত্বকের ক্যানসারের চিকিৎসায় এক নতুন দিশা পেতে চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় চিকিৎসক ড. হায়দার রাজা। এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক হায়দারের নেতৃত্বে এআই নিয়ে গবেষণা করেছিল এসেক্স বিশ্ববিদ্যালয় এবং চেক ফর ক্যানসার নামের একটি সংস্থা। গবেষণায় সাহায্য করেছিল অ্যাঙ্গলিয়ান রাস্কিন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজের আডেনব্রুক হাসপাতালও।

ড. রেজা জানিয়েছেন, রোগীদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষণা চালানো হয়েছে। তাতে দেখা গেছে, প্রচলিত কিছু মাপকাঠির সাহায্য নিয়ে ৮৫ শতাংশ ক্ষেত্রে ত্বকের ক্যানসার সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে ওই নতুন এআই সিস্টেম। যা ত্বকের ক্যানসার চিহ্নিত করার কাজ এবং তারপরে তার চিকিৎসা শুরুর কাজ দ্রুততার সঙ্গে করতে পারবে।

কারও লিজন যদি ক্যানসার না হয়, তবে তিনিও এই এআই সিস্টেমের মাধ্যমে তা জানতে পারবেন এবং অযথা চিন্তা থেকে মুক্ত হতে পারবেন।

এসেক্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২৫ হাজার ১০৫ জন রোগীর থেকে প্রাপ্ত ৫৩ হাজার ৬০১ মেটাডাটা বিশ্লেষণ করা হয়েছে ওই এআই সিস্টেম মারফত। এর পাশাপাশি ওই সিস্টেম রোগীর বয়স, গায়ের রং, চুলের রং, পারিবারিক রোগের ইতিহাসও জানতে চেয়েছে।

এসব তথ্যের ভিত্তিতে নিখুঁতভাবে ৮৫ শতাংশ ক্ষেত্রে যথাযথভাবে রোগ চিহ্নিত করতে পেরেছে, যা প্রচলিত ‘সেভেন পিসিএল অ্যান্ড উইলিয়ামস’ পদ্ধতির থেকে অনেকটাই বেশি।

চেক ফর ক্যানসারের চিফ মেডিক্যাল অফিসার গর্ডন উইজার্ট বলছেন, শুধু লিজনের ছবি দেখেও যেভাবে ক্যানসার চিহ্নিত করেছে এআই সিস্টেম, তাও প্রশংসনীয়। এসেক্স জানিয়েছে, খুব শীগগিরই স্মার্টফোনের মাধ্যমে এই এআই সিস্টেমের সাহায্য পেতে পারবেন সাধারণ মানুষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

এআই কি আগে থেকে ত্বকের ক্যানসার চিহ্নিত করতে পারবে?

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

ক্যানসারের একটি ধরন হলো ত্বকের ক্যানসার। এই ক্যানসারের একটি লক্ষণ হলো ‘লিজন’। সাধারণত ত্বকের ওপর মৃত কোষের প্যাচ তৈরি হলে কিংবা ত্বকে পুঞ্জীভূত ছোট-বড় ফোসকা হলে কিংবা ত্বকে উঁচু মাংসপিণ্ড তৈরি হলে তাকে লিজন বলা হয়।

তবে লিজন মানেই যে তা ক্যানসারের উপসর্গ— এমনটা ঠিক নয়। এক্ষেত্রে যার ত্বকে লিজন হয়েছে, তিনি কীভাবে বুঝবেন তার ক্যানসার হয়েছে কি না? পরীক্ষার মধ্যে এই জানা সম্ভব। তবে সাম্প্রতিক এক আবিষ্কার এই কাজটি আরও সহজ করে দিচ্ছে। ত্বকের ক্যানসার হয়েছে কি না তা জানার জন্য আর দীর্ঘসময় অপেক্ষার প্রয়োজন নেই।

এআই বা কৃত্রিম মেধাচালিত একটি ‘সিস্টেম’ লিজনের অবস্থা দেখে অথবা তার বর্ণনা শুনে বলে দিতে পারবে সেটি ক্যানসার কি না। এর ফলে ত্বকের ক্যানসারের চিকিৎসায় এক নতুন দিশা পেতে চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় চিকিৎসক ড. হায়দার রাজা। এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক হায়দারের নেতৃত্বে এআই নিয়ে গবেষণা করেছিল এসেক্স বিশ্ববিদ্যালয় এবং চেক ফর ক্যানসার নামের একটি সংস্থা। গবেষণায় সাহায্য করেছিল অ্যাঙ্গলিয়ান রাস্কিন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজের আডেনব্রুক হাসপাতালও।

ড. রেজা জানিয়েছেন, রোগীদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষণা চালানো হয়েছে। তাতে দেখা গেছে, প্রচলিত কিছু মাপকাঠির সাহায্য নিয়ে ৮৫ শতাংশ ক্ষেত্রে ত্বকের ক্যানসার সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে ওই নতুন এআই সিস্টেম। যা ত্বকের ক্যানসার চিহ্নিত করার কাজ এবং তারপরে তার চিকিৎসা শুরুর কাজ দ্রুততার সঙ্গে করতে পারবে।

কারও লিজন যদি ক্যানসার না হয়, তবে তিনিও এই এআই সিস্টেমের মাধ্যমে তা জানতে পারবেন এবং অযথা চিন্তা থেকে মুক্ত হতে পারবেন।

এসেক্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২৫ হাজার ১০৫ জন রোগীর থেকে প্রাপ্ত ৫৩ হাজার ৬০১ মেটাডাটা বিশ্লেষণ করা হয়েছে ওই এআই সিস্টেম মারফত। এর পাশাপাশি ওই সিস্টেম রোগীর বয়স, গায়ের রং, চুলের রং, পারিবারিক রোগের ইতিহাসও জানতে চেয়েছে।

এসব তথ্যের ভিত্তিতে নিখুঁতভাবে ৮৫ শতাংশ ক্ষেত্রে যথাযথভাবে রোগ চিহ্নিত করতে পেরেছে, যা প্রচলিত ‘সেভেন পিসিএল অ্যান্ড উইলিয়ামস’ পদ্ধতির থেকে অনেকটাই বেশি।

চেক ফর ক্যানসারের চিফ মেডিক্যাল অফিসার গর্ডন উইজার্ট বলছেন, শুধু লিজনের ছবি দেখেও যেভাবে ক্যানসার চিহ্নিত করেছে এআই সিস্টেম, তাও প্রশংসনীয়। এসেক্স জানিয়েছে, খুব শীগগিরই স্মার্টফোনের মাধ্যমে এই এআই সিস্টেমের সাহায্য পেতে পারবেন সাধারণ মানুষ।