জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর ২০২৫, শনিবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা।
উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমে এনবিআরের ১১-১৬তম গ্রেডভুক্ত উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়া হবে।