অনেকেই চশমার পরিবর্তে কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। এক্ষেত্রে একাধিক সুবিধা রয়েছে। কিন্তু বর্ষাকালে কনট্যাক্স লেন্স ব্যবহার করা একটু কঠিন।
এই সময়টাতে বেশ সতর্ক থাকতে হয়। কারণ, বৃষ্টির দিনে সহজেই বিভিন্ন রোগের সংক্রমণ ঘটে। আক্রান্ত হতে পারে চোখ। কনট্যাক্ট লেন্স ব্যবহার করার ক্ষেত্রে চারটি নিয়ম মেনে চোখ ভালো রাখতে পারেন।
বৃষ্টির পানি যেন কনট্যাক্ট লেন্সে না লাগে
প্রথম কথা হলো বর্ষার সময়ে রাস্তায় বের হওয়ার সময় কনট্যাক্ট লেন্স না পরাই ভালো। কারণ বৃষ্টির পানিতে বাতাসের ধূলিকণা জমে থাকতে পারে। এই সময় কনট্যাক্ট লেন্স বৃষ্টির পানির সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে খুলে ফেলা উচিত। এরপর চোখ ভালো করে ধুয়ে নিয়ে তার পর নতুন কনট্যাক্ট লেন্স পরা উচিত।
লেন্সে আঙুল দেবেন না
বর্ষাকালে লেন্স পরা বা খোলার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। ভেজা আঙুল লেন্সে লাগানো যাবে না, আঙুল শুকিয়ে গেলে তারপর লেন্স পরা উচিত। কারণ, হাতের আঙুলের আর্দ্রতা অনেক সময়ে লেন্সে ক্ষতিকারক জীবাণুর সংক্রমণ ঘটাতে পারে।
পুরনো কনট্যাক্ট লেন্স ব্যবহার করবেন না
পুরোনো কনট্যাক্ট লেন্স ব্যবহার করবেন না। এতে সহজেই চোখে সংক্রমণ ঘটতে পারে।
লেন্স পরিষ্কার রাখুন
লেন্স যে গোলাকার ছোট্ট কৌটোয় রাখা হয়, সেটি যেন প্রতিদিন পরিষ্কার করা হয়। প্রতি তিন মাস অন্তর এই বিশেষ কৌটোটিকে বদলে ফেলা উচিত।
উল্লেখ্য, লেন্স ব্যবহার করার সময়ে যদি চোখে জ্বালা অনুভব করেন বা লেন্স ব্যবহার করার ফলে যদি চোখ লাল হয়, তা হলে সঙ্গে সঙ্গে সেই লেন্স ব্যবহার বন্ধ করা উচিত। অনেক সময় এই ধরনের লক্ষণ কোনো সংক্রমণের আগাম ইঙ্গিত হতে পারে।