মিছিলের সম্মুখে এক দফা দাবীতে
বোমা বন্দুক সজ্জিত হাতে
গুলি করে ঝাঁঝরা করলে ছাত্র জনতার বুকেতে।
কী দোষ করেছিল ছোট্ট শিশুটা
ঝাঁঝরা করলে কেন তার ছোট্ট কপালটা।
ঘরের বিদ্যমান থাকা আমার মায়ের কী দোষ ছিল
গুলির আঘাতে ঝরে গেল তার প্রাণ অকালে।
আবার কতগুলো ছাত্রের দেহ চাপা দিলে
ফেলে দিলে নদী বন-জঙ্গলে,
কতকের লাশ তোমরা দয়া-মায়া ছেড়ে
লাশের স্তুপ করে আগুনে দিলে পুড়ে।
কতকিছুই না করলে শুধু একটু ক্ষমতায় থাকবে
কী হলো শেষে, ঠিকই পালিয়ে গেলে দেশ ছেড়ে
অযথায় কত মায়ের অশ্রু ঝরিয়ে।
আমরা ঠিকই পূর্বে ছিলাম এখনো আছি
ইনশাআল্লাহ দেশ গড়ার লাগি আগামীতেও থাকব বাঁচি।