ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার আসছে ‘বাজিগর ২’, থাকছেন শাহরুখ!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খান। তিন দশকের বর্ণিল ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। শাহরুখ মানেই পর্দায় আগুন ঝড়ানো অভিনয় আর দর্শকদের করতালি। কোটি ভক্তের হৃদয়ের ‘বাজিগর’।

আর এই বাজিগরের ক্যারিয়ারের উত্থানটা হয়েছে ‘বাজিগর’ সিনেমা দিয়েই। এই একটি সিনেমা শাহরুখকে এনে দিয়েছে সর্বোচ্চ সফলতার চাবি। আজও দর্শক হৃদয়ে চিরসবুজ বাজিগর।

তবে এবার সিনেমাপ্রেমীদের নতুন সুখবর নিয়ে এলেন বাজিগরের প্রযোজক রতন জৈন।

জানালেন, ‘বাজিগর ২’ নির্মাণ করবেন তিনি। ‘বাজিগর’ সিনেমার সেই ইতিহাসকে আবারও ফিরিয়ে আনতে চান রতন। আর এই সংবাদে রীতিমতো উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা।

প্রযোজক রতন জৈন বলেন, ‘বাজিগর ২’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে।

যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, “১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত ’বাজিগর’ হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস। এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজির ব্যাপার হবে। চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি।

আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগুবো এবং খুব শীঘ্রই ‘বাজিগর ২’ নিয়ে আসবো দর্শকদের জন্য।”

তবে বাজিগরে এবারও শাহরুখ থাকছেন কিনা, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। শাহরুখ খানও এমন কিছু ঘোষণা করেনি এখনো। সেই সঙ্গে কাজলও থাকবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে নির্মাতার এই ঘোষণা দর্শকদের জন্য সুসংবাদই বটে। শাহরুখ ভক্তরাও চাইছেন দ্বিতীয় কিস্তিতে বলিউড বাদশাকেই পর্দায় দেখতে। কেউ কেউ বাজিগরের সিক্যুয়াল দিয়েই শাহরুখ-কাজলকে ফের পর্দায় দেখার আর্জিও জানাচ্ছেন। এখন সময়ই বলে দেবে, নতুন বাজিগর কেমন জাদু দেখায় দর্শকদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

এবার আসছে ‘বাজিগর ২’, থাকছেন শাহরুখ!

আপডেট সময় : ০৩:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বলিউড বাদশা শাহরুখ খান। তিন দশকের বর্ণিল ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। শাহরুখ মানেই পর্দায় আগুন ঝড়ানো অভিনয় আর দর্শকদের করতালি। কোটি ভক্তের হৃদয়ের ‘বাজিগর’।

আর এই বাজিগরের ক্যারিয়ারের উত্থানটা হয়েছে ‘বাজিগর’ সিনেমা দিয়েই। এই একটি সিনেমা শাহরুখকে এনে দিয়েছে সর্বোচ্চ সফলতার চাবি। আজও দর্শক হৃদয়ে চিরসবুজ বাজিগর।

তবে এবার সিনেমাপ্রেমীদের নতুন সুখবর নিয়ে এলেন বাজিগরের প্রযোজক রতন জৈন।

জানালেন, ‘বাজিগর ২’ নির্মাণ করবেন তিনি। ‘বাজিগর’ সিনেমার সেই ইতিহাসকে আবারও ফিরিয়ে আনতে চান রতন। আর এই সংবাদে রীতিমতো উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা।

প্রযোজক রতন জৈন বলেন, ‘বাজিগর ২’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে।

যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, “১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত ’বাজিগর’ হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস। এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজির ব্যাপার হবে। চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি।

আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগুবো এবং খুব শীঘ্রই ‘বাজিগর ২’ নিয়ে আসবো দর্শকদের জন্য।”

তবে বাজিগরে এবারও শাহরুখ থাকছেন কিনা, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। শাহরুখ খানও এমন কিছু ঘোষণা করেনি এখনো। সেই সঙ্গে কাজলও থাকবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে নির্মাতার এই ঘোষণা দর্শকদের জন্য সুসংবাদই বটে। শাহরুখ ভক্তরাও চাইছেন দ্বিতীয় কিস্তিতে বলিউড বাদশাকেই পর্দায় দেখতে। কেউ কেউ বাজিগরের সিক্যুয়াল দিয়েই শাহরুখ-কাজলকে ফের পর্দায় দেখার আর্জিও জানাচ্ছেন। এখন সময়ই বলে দেবে, নতুন বাজিগর কেমন জাদু দেখায় দর্শকদের।