ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ বাংলাদেশি শহিদুল আলমকে কেৎজিয়েত কারাগারে বন্দি রেখেছে ইসরায়েল ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: কেটেছে সুনামির আশঙ্কা, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র নোবেল পুরস্কার না পেলে ট্রাম্প কী করবেন ভেবেই নরওয়েতে ‘আতঙ্ক’! বিশ্বনাথে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০ বিশ্বব্যাপী শান্তি রক্ষা মিশনে বাহিনী হ্রাসের সিদ্ধান্ত: বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে প্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু হচ্ছে জেহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে: তারেক রহমান যুক্তরাষ্ট্র চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক : পেজেশকিয়ান

আরিয়ান খানকে নিয়ে যা বললেন করণ জোহর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বলিউড নির্মাতা করণ জোহর ও কিং খানের বন্ধুত্ব চলচ্চিত্র জগতে এক গভীর সম্পর্কের উদাহরণ। করণ জোহর প্রায়শই শাহরুখ খানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। তাদের এই ব্যক্তিগত ও পেশাদার বন্ধন বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এই সম্পর্কের নতুন মাত্রা পেয়েছে যখন করণ অভিনয় করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম প্রজেক্টে।

আরিয়ানের পরিচালনায় প্রথম প্রজেক্ট ‘Bads of Bollywood’-এ অভিনয় করেছেন করণ জোহর। এই কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ-পুত্রকে নিয়ে একটি আবেগঘন নোট লিখেছেন করণ। সেই নোটে তিনি আরিয়ানকে সস্নেহে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেছেন, যা তাদের পারিবারিক নৈকট্য আরও স্পষ্ট করে তোলে।

কমল নাহাটার ইউটিউব শোর র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর শাহরুখ খান ও আরিয়ান খানের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুলেছেন। করণের দাবি, আবেগ প্রকাশে বাবা-ছেলে দু’জনেরই মধ্যে চরম মিল। তিনি বলেন, ওরা দু’জনেই দৃশ্যের প্রতিটি শটে উন্মাদের মতো আবেগ ঢেলে দেয়।

তবে আরিয়ানের ক্ষেত্রে দৃশ্য মনের মতো না হলে সে খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এইখানেই করণ দেখিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। তার কথায়, তবে যেটা ওকে শাহরুখের থেকে আলাদা করে, তা হলো— ওর মঞ্চটা ক্যামেরার সামনে নয়, পিছনে।

শাহরুখ খানের পেশাদারিত্ব নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানান এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘শাহরুখ খান কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। ও বলে, তুমি যেটা চাও কাগজ পাঠাও, আমি সই করে দেব। আজও পর্যন্ত ও কোনও সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।

শাহরুখ খান ও করণ জোহরের সম্পর্কের শুরুটা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা থেকে, যেখানে করণ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে করণের পরিচালনায় অভিষেক হয়, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ। এই জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত

আরিয়ান খানকে নিয়ে যা বললেন করণ জোহর

আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

বলিউড নির্মাতা করণ জোহর ও কিং খানের বন্ধুত্ব চলচ্চিত্র জগতে এক গভীর সম্পর্কের উদাহরণ। করণ জোহর প্রায়শই শাহরুখ খানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। তাদের এই ব্যক্তিগত ও পেশাদার বন্ধন বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এই সম্পর্কের নতুন মাত্রা পেয়েছে যখন করণ অভিনয় করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম প্রজেক্টে।

আরিয়ানের পরিচালনায় প্রথম প্রজেক্ট ‘Bads of Bollywood’-এ অভিনয় করেছেন করণ জোহর। এই কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ-পুত্রকে নিয়ে একটি আবেগঘন নোট লিখেছেন করণ। সেই নোটে তিনি আরিয়ানকে সস্নেহে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেছেন, যা তাদের পারিবারিক নৈকট্য আরও স্পষ্ট করে তোলে।

কমল নাহাটার ইউটিউব শোর র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর শাহরুখ খান ও আরিয়ান খানের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুলেছেন। করণের দাবি, আবেগ প্রকাশে বাবা-ছেলে দু’জনেরই মধ্যে চরম মিল। তিনি বলেন, ওরা দু’জনেই দৃশ্যের প্রতিটি শটে উন্মাদের মতো আবেগ ঢেলে দেয়।

তবে আরিয়ানের ক্ষেত্রে দৃশ্য মনের মতো না হলে সে খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এইখানেই করণ দেখিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। তার কথায়, তবে যেটা ওকে শাহরুখের থেকে আলাদা করে, তা হলো— ওর মঞ্চটা ক্যামেরার সামনে নয়, পিছনে।

শাহরুখ খানের পেশাদারিত্ব নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানান এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘শাহরুখ খান কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। ও বলে, তুমি যেটা চাও কাগজ পাঠাও, আমি সই করে দেব। আজও পর্যন্ত ও কোনও সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।

শাহরুখ খান ও করণ জোহরের সম্পর্কের শুরুটা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা থেকে, যেখানে করণ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে করণের পরিচালনায় অভিষেক হয়, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ। এই জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা।