ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের অবসানে ইসরাইল ও হামাসের চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও আলোচনা যে কোনো সংকট-সংঘাত উত্তরণে প্রধান উপায়।
সকল পক্ষকে সার্বিক সহযোগিতামূলক কূটনৈতিক তৎপরতা ও পদক্ষেপ গ্রহণ করে এই মর্মান্তিক ট্রাজেডির সুরাহা করা দরকার বলে মনে করে বাংলাদেশ।
১০ অক্টোবর (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ দ্রুত স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে মানবেতর জীবন যাপন করা গাজাবাসীর কাছে ত্রাণসহ সহযোগিতা পৌঁছবে এবং তারা এই বিভীষিকাময় পরিস্থিতি তথা অবর্ণনীয় ভোগান্তি থেকে মুক্তি পাবে।
বাংলাদেশ আশা করে, এই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলমান যুদ্ধ শেষ হবে এবং সবাই একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের কথা অনুধাবন করবেন। যুদ্ধবিব্ধস্ত গাজার পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় অবদান রাখার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।