ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে স্ট্রেইটস টাইমস জানায়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মুখোমুখি। জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নেয় এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একজোট হয়ে সেনা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
৬ অক্টোবর সন্ধ্যায় মিয়ানমারের মধ্যাঞ্চলের চাউং-উ টাউনশিপে থাদিংগ্যুত পূর্ণিমা উপলক্ষে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। উৎসব ও জান্তা-বিরোধী বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনী ভিড়ের ওপর বোমা ফেলে বলে জানান অনুষ্ঠান আয়োজক কমিটির একজন সদস্য।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, রাত প্রায় ৭টার দিকে যখন মানুষ উৎসবে ও জান্তা-বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছিল, তখন বোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি নিহত হন এবং প্রায় ৮০ জন আহত হন।