ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবের মাঝেই আচমকা বিমান হামলায় ঝরল ৪০ প্রাণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
মিয়ানমারে একটি উৎসব চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আয়োজক কমিটির একজন সদস্য এই তথ্য এএফপিকে জানান, ৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে স্ট্রেইটস টাইমস জানায়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মুখোমুখি। জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নেয় এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একজোট হয়ে সেনা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

৬ অক্টোবর সন্ধ্যায় মিয়ানমারের মধ্যাঞ্চলের চাউং-উ টাউনশিপে থাদিংগ্যুত পূর্ণিমা উপলক্ষে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। উৎসব ও জান্তা-বিরোধী বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনী ভিড়ের ওপর বোমা ফেলে বলে জানান অনুষ্ঠান আয়োজক কমিটির একজন সদস্য।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, রাত প্রায় ৭টার দিকে যখন মানুষ উৎসবে ও জান্তা-বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছিল, তখন বোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি নিহত হন এবং প্রায় ৮০ জন আহত হন।

তিনি আরও জানান, কমিটি লোকজনকে সতর্ক করেছিল এবং এক-তৃতীয়াংশ জনতা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই একটি মোটরচালিত প্যারাগ্লাইডার ভিড়ের ওপর দিয়ে উড়ে এসে মাঝখানে দুটি বোমা ফেলে।

ওই নারী আরও বলেন, শিশুদের দেহ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, তিনি নিজে হামলার সময় উপস্থিত না থাকলেও ৭ অক্টোবর নিহতদের জানাজায় অংশ নিয়েছেন বলে জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

উৎসবের মাঝেই আচমকা বিমান হামলায় ঝরল ৪০ প্রাণ

আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
মিয়ানমারে একটি উৎসব চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আয়োজক কমিটির একজন সদস্য এই তথ্য এএফপিকে জানান, ৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে স্ট্রেইটস টাইমস জানায়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মুখোমুখি। জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নেয় এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একজোট হয়ে সেনা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

৬ অক্টোবর সন্ধ্যায় মিয়ানমারের মধ্যাঞ্চলের চাউং-উ টাউনশিপে থাদিংগ্যুত পূর্ণিমা উপলক্ষে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। উৎসব ও জান্তা-বিরোধী বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনী ভিড়ের ওপর বোমা ফেলে বলে জানান অনুষ্ঠান আয়োজক কমিটির একজন সদস্য।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, রাত প্রায় ৭টার দিকে যখন মানুষ উৎসবে ও জান্তা-বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছিল, তখন বোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি নিহত হন এবং প্রায় ৮০ জন আহত হন।

তিনি আরও জানান, কমিটি লোকজনকে সতর্ক করেছিল এবং এক-তৃতীয়াংশ জনতা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই একটি মোটরচালিত প্যারাগ্লাইডার ভিড়ের ওপর দিয়ে উড়ে এসে মাঝখানে দুটি বোমা ফেলে।

ওই নারী আরও বলেন, শিশুদের দেহ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, তিনি নিজে হামলার সময় উপস্থিত না থাকলেও ৭ অক্টোবর নিহতদের জানাজায় অংশ নিয়েছেন বলে জানান।