থাইল্যান্ডে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সৃষ্টি বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আকস্মিক এই বন্যায় ব্যাংকক বাদে দেশটির ১৯টি প্রদেশের প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে উত্তরাদিত এবং আয়ুথায়ার প্রদেশের বাসিন্দারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগের মহাপরিচালক সুগুনিয়ানি ইয়াভিঞ্চান বলেন, মঙ্গলবার রাত ১টায় ভিয়েতনামের ওপরের অংশে ক্রান্তীয় ঝড় মাতমো একটি সক্রিয় নিম্নচাপ কক্ষে পরিণত হয়েছে এবং এর ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্বে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হবে। এতে পরিস্থিতি আরও খারাপ হকে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এ অবস্থায় দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে থাই সরকার। এর আগে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।
উল্লেখ্য, গত বছরও মৌসুমি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে থাইল্যান্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি