বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। এর প্রথমটিতে লিওনেল মেসির দল মুখোমুখি হবে ভেনেজুয়েলার বিপক্ষে। আগামী ১১ অক্টোবর (বাংলাদেশ সময় ভোর ৬টা), যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
এর ঠিক তিন দিন পর, ১৪ অক্টোবর (বাংলাদেশ সময় ভোর ৫টায়) শিকাগোর সোলজার ফিল্ডে দ্বিতীয় প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
অন্যদিকে, ব্রাজিলও প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ায়। ১০ অক্টোবর (বাংলাদেশ সময় ভোর ৫টা) দক্ষিণ কোরিয়ার সিউলে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৪ অক্টোবর (বাংলাদেশ সময় ভোর ৪টা ৩০ মিনিট) জাপানের রাজধানী টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল।