সম্প্রতি বিবিসি বাংলার পক্ষ থেকে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে দেশে ঘটে যাওয়া নানা প্রশ্নের জবাব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে নির্বাচনের বাইরে কী কথা হয়েছিল তা জানিয়েছেন তারেক রহমান।
তারেক রহমানের কাছে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়— নির্বাচনের বাইরে ড. ইউনূসের সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা?
জবাবে তারেক রহমান বলেন, ড. ইউনূস একজন বিজ্ঞ মানুষ। সৌজন্যতার স্বরূপ অনেক কথা হবে এটিই স্বাভাবিক। নির্বাচনের বাইরেও বেশ কিছু কথা হয়েছে। ড. ইউনূস জানতে চেয়েছিলেন— জনগণ যদি আপনাদের সুযোগ দেয়; তাহলে দেশের জন্য আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন— দেশের মানুষকে, দেশের জনগণকে আমার পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছি। তাছাড়া এর বাইরেও আরও কিছু কথা হয়েছে।