ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে যুদ্ধবিমান আর পাকিস্তানকে ইঞ্জিন দিচ্ছেন পুতিন!

দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধাস্ত্র বিক্রি করতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন শ্যাম রাখি না কূল রাখি অবস্থা।

ভারতের কাছে যুদ্ধবিমান আগেই বিক্রি করেছে রাশিয়া। এখন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনতে যাচ্ছে দিল্লি।

এ অবস্থায় প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যাদে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয় এ জন্য দেশটিকে যুদ্ধবিমানের ইঞ্জিন দেবেন পুতিন।

সোমবার রাশিয়ায় সরকারি প্রতিষ্ঠান ‘প্রিমাকভ ইনস্টিটিউট’-এর কর্মকর্তা পিয়েত্র টপিচকানভ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তানের কাছে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন বলে শোনা যাচ্ছে।

চীনের তৈরি যুদ্ধবিমান জেএফ-১৭ ব্যবহার করে পাকিস্তান। সেই যুদ্ধবিমানে ব্যবহৃত আরডি-৯৩ ইঞ্জিন নির্মাণ করে রাশিয়া। পাকিস্তান বিমানবাহিনী মস্কোর সঙ্গে সেই ইঞ্জিন কিনতে সমঝোতা চূড়ান্ত করেছে।

রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে দুই দেশ আরও ঘনিষ্ঠ হয়েছে। সেখানে পাকিস্তানকে কীভাবে সামরিক সহযোগিতা দিতে মস্কো রাজি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও পুতিন সরকার জানিয়েছে, এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পিয়েত্রর দাবি, পুতিনের সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করে তবে ভারতের দু’টি লাভ হবে। তার কথায়, প্রথমত এর ফলে প্রমাণিত হবে যে চীন এবং পাকিস্তান এখনও রাশিয়ান ইঞ্জিনের উপর নির্ভরশীল। তারা আরডি-৯৩-এর উপযুক্ত বিকল্প নির্মাণে সক্ষম হয়নি।

দ্বিতীয়ত, নতুন বিমানটি ভারতের কাছে পরিচিত এবং অনুমানযোগ্য হবে। কারণ মস্কো এবং নয়াদিল্লি দীর্ঘ দিন ধরে যৌথ উদ্যোগে বিমান নির্মাণ করছে।

প্রসঙ্গত, রুশ সহযোগিতায় ভারতীয় বিমানবাহিনীর জন্য নির্মিত মিগ-২৯ যুদ্ধবিমানও একই গোত্রের ইঞ্জিন ব্যবহার করে।

আগামী ডিসেম্বরে ভারত এবং রাশিয়ার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতে ভারত আসতে পারেন পুতিন। সেখানে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

ভারতকে যুদ্ধবিমান আর পাকিস্তানকে ইঞ্জিন দিচ্ছেন পুতিন!

আপডেট সময় : ১১:২৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধাস্ত্র বিক্রি করতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন শ্যাম রাখি না কূল রাখি অবস্থা।

ভারতের কাছে যুদ্ধবিমান আগেই বিক্রি করেছে রাশিয়া। এখন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনতে যাচ্ছে দিল্লি।

এ অবস্থায় প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যাদে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয় এ জন্য দেশটিকে যুদ্ধবিমানের ইঞ্জিন দেবেন পুতিন।

সোমবার রাশিয়ায় সরকারি প্রতিষ্ঠান ‘প্রিমাকভ ইনস্টিটিউট’-এর কর্মকর্তা পিয়েত্র টপিচকানভ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তানের কাছে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন বলে শোনা যাচ্ছে।

চীনের তৈরি যুদ্ধবিমান জেএফ-১৭ ব্যবহার করে পাকিস্তান। সেই যুদ্ধবিমানে ব্যবহৃত আরডি-৯৩ ইঞ্জিন নির্মাণ করে রাশিয়া। পাকিস্তান বিমানবাহিনী মস্কোর সঙ্গে সেই ইঞ্জিন কিনতে সমঝোতা চূড়ান্ত করেছে।

রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে দুই দেশ আরও ঘনিষ্ঠ হয়েছে। সেখানে পাকিস্তানকে কীভাবে সামরিক সহযোগিতা দিতে মস্কো রাজি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও পুতিন সরকার জানিয়েছে, এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পিয়েত্রর দাবি, পুতিনের সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করে তবে ভারতের দু’টি লাভ হবে। তার কথায়, প্রথমত এর ফলে প্রমাণিত হবে যে চীন এবং পাকিস্তান এখনও রাশিয়ান ইঞ্জিনের উপর নির্ভরশীল। তারা আরডি-৯৩-এর উপযুক্ত বিকল্প নির্মাণে সক্ষম হয়নি।

দ্বিতীয়ত, নতুন বিমানটি ভারতের কাছে পরিচিত এবং অনুমানযোগ্য হবে। কারণ মস্কো এবং নয়াদিল্লি দীর্ঘ দিন ধরে যৌথ উদ্যোগে বিমান নির্মাণ করছে।

প্রসঙ্গত, রুশ সহযোগিতায় ভারতীয় বিমানবাহিনীর জন্য নির্মিত মিগ-২৯ যুদ্ধবিমানও একই গোত্রের ইঞ্জিন ব্যবহার করে।

আগামী ডিসেম্বরে ভারত এবং রাশিয়ার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতে ভারত আসতে পারেন পুতিন। সেখানে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে পারে।