জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে নির্বাচন বিলম্বের আশঙ্কা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচন কোনো চ্যালেঞ্জ নয়; বরং যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারাই আসল চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া যেতে পারে—এ উদ্যোগ নিলে সরকারই আস্থা ফিরিয়ে আনতে পারবে।
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জনগণ সুবহে সাদিকের ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিল কিংবা দিল্লি ও ফ্রান্সের পাঠানো বার্তা কোনো গুরুত্ব দেয় না। ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হবে না।”