ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হাসপাতালের আইসিইউ, ৬ রোগীর মৃত্যু

আগুনে পুড়ে ছাই হাসপাতালের আইসিইউ।

ভারতের রাজস্থানের জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ছয় রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থাও গুরুতর।

হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, শর্ট সার্কিটের কারণে আইসিইউয়ের ভেতরে আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যে তা দোতলায় ছড়িয়ে পড়ে। পুরো ওয়ার্ড ধোঁয়ায় ঢেকে যায়।

তিনি আরও জানান, ট্রমা সেন্টারের দোতলায় দুটি আইসিইউ রয়েছে। ট্রমা আইসিইউতে ১১ জন এবং সেমি আইসিইউতে ১৩ জন রোগী ভর্তি ছিলেন।

আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কিত রোগীর স্বজনরা চিৎকার করতে থাকেন। নার্স, ওয়ার্ড বয় এবং হাসপাতালের কর্মীরা মিলিতভাবে রোগীদের ট্রলি ও স্ট্রেচারে করে বাইরে বের করেন। তবে ট্রমা আইসিইউয়ের বেশিরভাগ রোগী ছিলেন গভীর অচেতন অবস্থায়।

চিকিৎসক অনুরাগ ধাকড় বলেন, যতজনকে সম্ভব হয়েছে দ্রুত বাইরে আনা হয়েছে। কিন্তু ছয়জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। চিকিৎসক ও নার্সরা সিপিআর প্রয়োগ করে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন, তবে শেষ রক্ষা হয়নি। মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন নারী।

ঘটনার পরে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে চিকিৎসক ও দমকল কর্মীরা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হাসপাতালের আইসিইউ, ৬ রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আগুনে পুড়ে ছাই হাসপাতালের আইসিইউ।

ভারতের রাজস্থানের জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ছয় রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থাও গুরুতর।

হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, শর্ট সার্কিটের কারণে আইসিইউয়ের ভেতরে আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যে তা দোতলায় ছড়িয়ে পড়ে। পুরো ওয়ার্ড ধোঁয়ায় ঢেকে যায়।

তিনি আরও জানান, ট্রমা সেন্টারের দোতলায় দুটি আইসিইউ রয়েছে। ট্রমা আইসিইউতে ১১ জন এবং সেমি আইসিইউতে ১৩ জন রোগী ভর্তি ছিলেন।

আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কিত রোগীর স্বজনরা চিৎকার করতে থাকেন। নার্স, ওয়ার্ড বয় এবং হাসপাতালের কর্মীরা মিলিতভাবে রোগীদের ট্রলি ও স্ট্রেচারে করে বাইরে বের করেন। তবে ট্রমা আইসিইউয়ের বেশিরভাগ রোগী ছিলেন গভীর অচেতন অবস্থায়।

চিকিৎসক অনুরাগ ধাকড় বলেন, যতজনকে সম্ভব হয়েছে দ্রুত বাইরে আনা হয়েছে। কিন্তু ছয়জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। চিকিৎসক ও নার্সরা সিপিআর প্রয়োগ করে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন, তবে শেষ রক্ষা হয়নি। মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন নারী।

ঘটনার পরে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে চিকিৎসক ও দমকল কর্মীরা জানিয়েছেন।