সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারি উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘যেদিন এনজিও উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেদিনই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ তৈরি হয়েছে। এটি ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি নির্বাচন বানচালের মধ্য দিয়ে অভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে তার দায় নাহিদ ইসলামকেও নিতে হবে।’
সংসদের উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থার পক্ষে মত জানালেও, নিম্নকক্ষে এ ব্যবস্থা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, নিম্নকক্ষে পিআর চালু হলে সকাল-বিকেল সংসদ সদস্য কেনাবেচা হবে।