ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে যেকোনো হামলাকে নিজেদের ওপর হুমকি ভাববে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নির্বাহী আদেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মাসে ইসরায়েলি হামলার পর কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, কাতারের ভূখণ্ডে যেকোনো সশস্ত্র হামলাকে ওয়াশিংটনের ওপর হুমকি হিসেবে গণ্য করা হবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত সোমবারের এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘বিদেশি আগ্রাসনের ফলে কাতার রাষ্ট্রের ওপর চলমান হুমকির প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের নীতি হলো কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বহিঃশত্রুর হামলার বিরুদ্ধে নিশ্চয়তা প্রদান করা।’

আদেশে আরো বলা হয়েছে, কাতারের ওপর হামলা হলে মার্কিন সরকার ‘যুক্তরাষ্ট্র ও কাতারের স্বার্থ রক্ষায় শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সব বৈধ ও উপযুক্ত পদক্ষেপ নেবে—যার মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

এই চুক্তি এসেছে ৯ সেপ্টেম্বরের ইসরায়েলি হামলার পর, যেখানে যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধ সংক্রান্ত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন কর্মকর্তা।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে এ হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর এমন না করার প্রতিশ্রুতি দেন।

সেদিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে অবস্থান করছিলেন। ৯ সেপ্টেম্বরের হামলার পর থেকে তিনি এর দায় স্বীকার না করে বরং অটল ছিলেন।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র কাতারে আল-উদেইদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরেরও অংশ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

কাতারে যেকোনো হামলাকে নিজেদের ওপর হুমকি ভাববে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নির্বাহী আদেশ

আপডেট সময় : ০৮:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মাসে ইসরায়েলি হামলার পর কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, কাতারের ভূখণ্ডে যেকোনো সশস্ত্র হামলাকে ওয়াশিংটনের ওপর হুমকি হিসেবে গণ্য করা হবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত সোমবারের এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘বিদেশি আগ্রাসনের ফলে কাতার রাষ্ট্রের ওপর চলমান হুমকির প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের নীতি হলো কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বহিঃশত্রুর হামলার বিরুদ্ধে নিশ্চয়তা প্রদান করা।’

আদেশে আরো বলা হয়েছে, কাতারের ওপর হামলা হলে মার্কিন সরকার ‘যুক্তরাষ্ট্র ও কাতারের স্বার্থ রক্ষায় শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সব বৈধ ও উপযুক্ত পদক্ষেপ নেবে—যার মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

এই চুক্তি এসেছে ৯ সেপ্টেম্বরের ইসরায়েলি হামলার পর, যেখানে যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধ সংক্রান্ত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন কর্মকর্তা।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে এ হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর এমন না করার প্রতিশ্রুতি দেন।

সেদিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে অবস্থান করছিলেন। ৯ সেপ্টেম্বরের হামলার পর থেকে তিনি এর দায় স্বীকার না করে বরং অটল ছিলেন।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র কাতারে আল-উদেইদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরেরও অংশ রয়েছে।