আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি মিরপুরে এসে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এদিন মিরপুরে আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে দেখা যায়, তাদের মধ্যে ছিলেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।
আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। সময়সীমা শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তামিম ইকবাল।