যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন।
স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে গ্র্যান্ড ব্লাঙ্ক শহরের যিশু খ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে।
চার্চে প্রার্থনা চলাকালে হঠাৎ এক ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশ করে গুলি ছুড়তে শুরু করেন। এরপর তিনি চার্চে আগুন লাগিয়ে দেন।
হামলায় দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুড়ে যাওয়া ভবনের ভেতর থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি পাশের শহর বার্টনের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ইরাক যুদ্ধেও অংশ নেন।
পুলিশ জানিয়েছে, হামলার সময় চার্চে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। পুরো ভবন এখনো তল্লাশি চলছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে বলেন, এটি একটি ভয়াবহ হামলা। আমাদের দল ভবনের ভেতর খোঁজাখুঁজি করছে। এখনো কেউ আটকে থাকতে পারেন।
হামলার পর পুলিশের পাল্টা গুলিতে টমাস স্যানফোর্ড নিহত হন। এখনো তার হামলার উদ্দেশ্য জানা যায়নি।
এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বিবৃতিতে বলেন, এটি খ্রিস্টান সম্প্রদায়ের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক সহিংসতা। এই সহিংসতার মহামারী অবিলম্বে বন্ধ হওয়া উচিত।