রাজনীতিতে নাম লিখিয়ে একের পর এক লঙ্কাকাণ্ড ঘটিয়ে চলেছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়। কড়া সমালোচনার মাধ্যমে বিরোধী দলের ওপর চাপ সৃষ্টি করেছেন। অন্যদিকে তার দলের সমাবেশ ঘিরে স্বজন হারানোর চিৎকারে আকাশ বাতাস ভরে উঠেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুর জেলায় বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন শিশু এবং ১৬ জন নারী রয়েছেন। কর্মকর্তাদের বরাতে জানা যায়, প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিজয়ের সমর্থকরা সমাবেশস্থলে ভিড় জমান। অনেকে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখনোই দুর্ঘটনাটি ঘটে।
সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়। সামাজিকমাধ্যম এক শোক বার্তায় তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। এর আগে সামাজিকমাধ্যম তামিলনাড়ু মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’