জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব।
জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না জানিয়ে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও।
ঘুণে ধরা বাংলাদেশকে জামায়াত বদলাতে চায় জানিয়ে তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়। তাই ভাঙা শিক্ষাব্যবস্থা থাকবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে সেই শিক্ষা দেওয়া হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, দক্ষ মানুষ তৈরি করার পরিকল্পনাটাও নেই কারও। যারা করবে তাদের সন্তানরা দেশে পড়ালেখাই করে না। তাদের কোনো দরদ নেই এই জাতির প্রতি।
জামায়াত আমির বলেন, সবাই চাকরিজীবী হলে চাকরি দেবে কে? কাউকে কাউকে তো উদ্যোক্তাও হতে হবে। না পারার ইতিহাস থেকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে।