ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আমির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন।

এক প্রশ্নের জবাবে তাহের বলেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

তবে জামায়াতের নায়েবে আমির উল্লেখ করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, যেমন, জুলাই সনদে আমরা একমত হয়েছি। কিন্তু তা বাস্তবায়ন না হলে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি সমর্থন জানিয়ে তাহের বলেন, প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তাতে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখি না।

প্রধান উপদেষ্টার ভাষণকে চমৎকার উল্লেখ করে জামায়াত নেতা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণ ছিল অসাধারণ। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো—প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের স্টেকহোল্ডাররা একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী দুই কক্ষেই পিআর চায়।

তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। অন্তবর্তীকালীন সরকার যেহেতু জনগণের সরকার, আশা করি তাঁরা তা গ্রহণ করবে। আর আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব।’

এ সময় জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত : নায়েবে আমির

আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন।

এক প্রশ্নের জবাবে তাহের বলেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

তবে জামায়াতের নায়েবে আমির উল্লেখ করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, যেমন, জুলাই সনদে আমরা একমত হয়েছি। কিন্তু তা বাস্তবায়ন না হলে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি সমর্থন জানিয়ে তাহের বলেন, প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তাতে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখি না।

প্রধান উপদেষ্টার ভাষণকে চমৎকার উল্লেখ করে জামায়াত নেতা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণ ছিল অসাধারণ। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো—প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের স্টেকহোল্ডাররা একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী দুই কক্ষেই পিআর চায়।

তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। অন্তবর্তীকালীন সরকার যেহেতু জনগণের সরকার, আশা করি তাঁরা তা গ্রহণ করবে। আর আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব।’

এ সময় জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান উপস্থিত ছিলেন।