ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার দখলকৃত জায়গা পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন: ট্রাম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

রাশিয়ার দখল করা সব জায়গা ইউক্রেন ফিরে পেতে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার তার সামাজিকমাধ্যম ট্রাথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি একথা বলেন। একে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার অবস্থানে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, রাশিয়ার অর্থনীতির ওপর চাপ বাড়তে থাকায়, ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন তার মূল সীমানা ফিরে পেতে পারে। ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শুরুর আগে যে সীমানা ছিল, সেই মূল সীমানা ফিরে পাওয়া সম্ভব।’

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর তার মন্তব্য এসেছে।

তার পোস্টে ট্রাম্প আরো বলেন, ইউক্রেন হয়তো এর চেয়েও বেশি কিছু পেতে পারে। তবে তিনি কী বলতে চেয়েছেন তা স্পষ্ট করেননি।

ট্রাম্প বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানা–বোঝার পর তার অবস্থান পরিবর্তিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পুতিন এবং রাশিয়া বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে। আর এখনই ইউক্রেনের পদক্ষেপ নেয়ার সময়।’ এ সময় রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করেন ট্রাম্প ।

ট্রাম্প বারবারই যুদ্ধ শেষ করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে এরআগে তিনি সতর্ক করে দিয়েছেন যে, এই প্রক্রিয়ায় সম্ভবত ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যা জেলেনস্কি ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

রাশিয়ার দখলকৃত জায়গা পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন: ট্রাম্প

আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার দখল করা সব জায়গা ইউক্রেন ফিরে পেতে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার তার সামাজিকমাধ্যম ট্রাথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি একথা বলেন। একে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার অবস্থানে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, রাশিয়ার অর্থনীতির ওপর চাপ বাড়তে থাকায়, ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন তার মূল সীমানা ফিরে পেতে পারে। ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শুরুর আগে যে সীমানা ছিল, সেই মূল সীমানা ফিরে পাওয়া সম্ভব।’

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর তার মন্তব্য এসেছে।

তার পোস্টে ট্রাম্প আরো বলেন, ইউক্রেন হয়তো এর চেয়েও বেশি কিছু পেতে পারে। তবে তিনি কী বলতে চেয়েছেন তা স্পষ্ট করেননি।

ট্রাম্প বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানা–বোঝার পর তার অবস্থান পরিবর্তিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পুতিন এবং রাশিয়া বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে। আর এখনই ইউক্রেনের পদক্ষেপ নেয়ার সময়।’ এ সময় রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করেন ট্রাম্প ।

ট্রাম্প বারবারই যুদ্ধ শেষ করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে এরআগে তিনি সতর্ক করে দিয়েছেন যে, এই প্রক্রিয়ায় সম্ভবত ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যা জেলেনস্কি ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছেন।