এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টাইগার শিবিরে এলো বড় সুখবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার (২৪ সেপ্টেম্বর) হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ অগ্রগতি দেখা গেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে ১৩৩ ধাপ লাফ দিয়েছেন সাইফ হাসান। বর্তমানে তিনি ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে। লিটন দাস দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিংয়ে এখন ৪০তম। তার পরেই ৫৫২ রেটিং নিয়ে ৭ ধাপ এগিয়ে ৪১তম স্থানে আছেন তাওহীদ হৃদয়।
তবে তানজিদ হাসান তামিম ৬ ধাপ পিছিয়ে একই ৫৫২ রেটিংয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে নেমে গেছেন। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা, যার রেটিং ৯০৭।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের দুর্দান্ত স্পেলে ৬ ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে মুস্তাফিজুর রহমান ফিরেছেন সেরা দশে। তিনি এখন আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে যৌথভাবে ৯ম স্থানে। শেখ মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে ১৭তম (৬২৯ রেটিং), আর তানজিম হাসান সাকিব ২ ধাপ এগিয়ে এখন ৪০তম স্থানে।
রিশাদ ২ ধাপ পিছিয়ে ২৬তম (৫৯৪ রেটিং), আর তাসকিন ১ ধাপ পিছিয়ে ৩১তম (৫৫৮ রেটিং) স্থানে নেমে গেছেন। বোলারদের শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী, যার রেটিং ৭৪৭।