ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ককটেল উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পান্থপথ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে, পান্থপথ সিগন্যালের সামনে একজনের ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ডিবি, সিটিটিসি এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এটি নেওয়া হচ্ছিল। এ ঘটনায় কয়েক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে ডিএমপি জানায়, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ককটেল উদ্ধার

আপডেট সময় : ০৫:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পান্থপথ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে, পান্থপথ সিগন্যালের সামনে একজনের ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ডিবি, সিটিটিসি এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এটি নেওয়া হচ্ছিল। এ ঘটনায় কয়েক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে ডিএমপি জানায়, রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।