আবুধাবির ঝলমলে আলোয় এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে বাংলাদেশ যেন হঠাৎ করেই আঁধারে তলিয়ে গেল। শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টাইগাররা। শক্তিশালী শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের সহজ পরাজয়ে শুধু একটি ম্যাচ হারেনি বাংলাদেশ, হেলে পড়েছে সুপার ফোরে যাওয়ার স্বপ্নও।
এই হারের পর পয়েন্ট টেবিল যেন হয়ে উঠেছে এক রহস্যের চিত্রনাট্য। ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ৩ নম্বরে। অথচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কারও পয়েন্ট সমান ২ করে! কিন্তু নেট রান রেটের সূক্ষ্ম গাণিতিক খেলার কারণে টাইগাররা পিছিয়ে।
সমীকরণ পরিষ্কার। প্রথমত, আফগানিস্তানকে হারাতেই হবে। কোনো যদি, কিন্তু, তবে নয়। জয় ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই ম্যাচেই নির্ধারিত হবে টাইগারদের ভাগ্য। জীবন, না মরণ!
তবে এখানেই শেষ নয় নাটকীয়তা। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়েও দেয়, তাদের তাকিয়ে থাকতে হবে আরেক লঙ্কাকাণ্ডের দিকে। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানদের হারাতে পারে, তবে ৬ পয়েন্ট নিয়ে লঙ্কানরা এবং ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পাবে সুপার ফোরের টিকিট।
কিন্তু যদি আফগানিস্তান হঠাৎ ঘুরে দাঁড়ায়, আর শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়? তখন শুরু হবে আরেক কাহিনি, নেট রান রেটের জটিল অঙ্ক। জয়ের পরও নিশ্চিন্ত থাকা যাবে না। এক একটি বল, এক একটি রান তখন হয়ে উঠবে বাংলাদেশের ভাগ্যনির্ধারক।
এখন আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প নেই কোনও। তারপর চোখ থাকবে অন্যদের মাঠে। সুপার ফোরের পথ এখনও খোলা, তবে সেটা পেরোতে হলে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট।