ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, আহত ২৬ পুলিশ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৬ পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন প্রায় দেড় লাখ মানুষ। ‘ইউনাইট দ্য কিংডম’ শীর্ষক এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। তিনি যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের ডাক দেন।

বিক্ষোভ চলাকালে মধ্য লন্ডনের হোয়াইট হলে জড়ো হওয়া অন্তত পাঁচ হাজার ডানপন্থী বিক্ষোভকারী পুলিশের বাধা অমান্য করে সংঘর্ষে জড়ায়। পুলিশের দিকে কাচের বোতল, লোহার পাইপসহ বিভিন্ন বস্তু ছোড়া হয়।

সংঘর্ষ এড়াতে বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। সংঘর্ষের সময় উসকানিমূলক বক্তব্য ও সহিংস আচরণের অভিযোগে গ্রেফতারকৃতরা অভিযুক্ত হতে পারেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লন্ডন পুলিশের এক মুখপাত্র বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আহত কর্মকর্তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে হোয়াইট হল ও আশপাশের এলাকায়। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিক্ষোভের ধরন ও ইলন মাস্কের ভার্চুয়াল উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, আহত ২৬ পুলিশ

আপডেট সময় : ০২:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৬ পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন প্রায় দেড় লাখ মানুষ। ‘ইউনাইট দ্য কিংডম’ শীর্ষক এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। তিনি যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের ডাক দেন।

বিক্ষোভ চলাকালে মধ্য লন্ডনের হোয়াইট হলে জড়ো হওয়া অন্তত পাঁচ হাজার ডানপন্থী বিক্ষোভকারী পুলিশের বাধা অমান্য করে সংঘর্ষে জড়ায়। পুলিশের দিকে কাচের বোতল, লোহার পাইপসহ বিভিন্ন বস্তু ছোড়া হয়।

সংঘর্ষ এড়াতে বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। সংঘর্ষের সময় উসকানিমূলক বক্তব্য ও সহিংস আচরণের অভিযোগে গ্রেফতারকৃতরা অভিযুক্ত হতে পারেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লন্ডন পুলিশের এক মুখপাত্র বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আহত কর্মকর্তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে হোয়াইট হল ও আশপাশের এলাকায়। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিক্ষোভের ধরন ও ইলন মাস্কের ভার্চুয়াল উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।