ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘হিজাব’ স্লোগানের বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেছেন, হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ডাকসুর নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ের পর ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কাজ শুরু করেছে। তারা রায়েরবাজারে একাত্তরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন। এর আগে রায়েরবাজারে জুলাই শহীদের গণকবরে মোনাজাতেও অংশ নেন তারা।

পরে হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে ডাকসুর জিএস ফরহাদ বলেন, ফল ঘোষণার দিন সকালে ব্যক্তির ওপর নির্ভর করে স্লোগান দেয়া হয়েছে। সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে এটা (হিজাব নিয়ে স্লোগান) হয়েছে, কারণ চারুকলায় তার ছবিতে শিং এঁকে দিয়ে তার হিজাব বিকৃত করা হয়েছিল। সেখান থেকে একটা ভয়েস রেইজ করা হয়েছিল যে আসলে বিশ্ববিদ্যালয়ে হিজাবফোবিয়া চলে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যিনি হিজাব পরতে চান তাকে আপনি পেছন থেকে এসে গোপনে ছবি বিকৃত করবেন, বিভাগে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে চলা উচিত নয়। সেই ভয়েসটা শিক্ষার্থীরা রেইজ করেছেন। ওই স্পেসিফিক ইস্যুতে। সবকিছু জানা স্বত্ত্বেও সেটাকে বিদেশি মিডিয়া কেন উপস্থাপন করেছে, এটা তাদের এজেন্ডার বিষয়। কিন্তু আমাদের দেশের মিডিয়ার ভাইয়েরা সবই দেখেছেন। তারা সত্যটাই উপস্থাপন করেছেন।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

‘হিজাব’ স্লোগানের বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ

আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেছেন, হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ডাকসুর নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ের পর ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কাজ শুরু করেছে। তারা রায়েরবাজারে একাত্তরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন। এর আগে রায়েরবাজারে জুলাই শহীদের গণকবরে মোনাজাতেও অংশ নেন তারা।

পরে হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে ডাকসুর জিএস ফরহাদ বলেন, ফল ঘোষণার দিন সকালে ব্যক্তির ওপর নির্ভর করে স্লোগান দেয়া হয়েছে। সাবিকুন নাহার তামান্নার ক্ষেত্রে এটা (হিজাব নিয়ে স্লোগান) হয়েছে, কারণ চারুকলায় তার ছবিতে শিং এঁকে দিয়ে তার হিজাব বিকৃত করা হয়েছিল। সেখান থেকে একটা ভয়েস রেইজ করা হয়েছিল যে আসলে বিশ্ববিদ্যালয়ে হিজাবফোবিয়া চলে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যিনি হিজাব পরতে চান তাকে আপনি পেছন থেকে এসে গোপনে ছবি বিকৃত করবেন, বিভাগে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে চলা উচিত নয়। সেই ভয়েসটা শিক্ষার্থীরা রেইজ করেছেন। ওই স্পেসিফিক ইস্যুতে। সবকিছু জানা স্বত্ত্বেও সেটাকে বিদেশি মিডিয়া কেন উপস্থাপন করেছে, এটা তাদের এজেন্ডার বিষয়। কিন্তু আমাদের দেশের মিডিয়ার ভাইয়েরা সবই দেখেছেন। তারা সত্যটাই উপস্থাপন করেছেন।