ফুটবলের ইতিহাসে নতুন নতুন অধ্যায় রচনায় যেন ক্লান্তি নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। বয়স ৪০ পেরোলেও এখনও তিনি রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আবারও গোল করে ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক।
বুদাপেস্টে মঙ্গলবার দিবাগত রাতে ম্যাচের ৫৮ মিনিটে নিজেই পেনাল্টি আদায় করে নিয়ে গোল করেন রোনালদো। এটা ছিল তার ৩৯তম বিশ্বকাপ বাছাইপর্বের গোল, যা তাকে গুয়েতামালার কার্লোস রুইজের সঙ্গে যুগ্মভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে। এই প্রতিযোগিতায় রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি।
অল-নাসর তারকার পরিসংখ্যান এখনো বিস্ময় জাগানো। জাতীয় দলের হয়ে খেলেছেন ২২৩ ম্যাচ, গোল করেছেন ১৪১টি। ক্লাব ও দেশের হয়ে মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৯৪৩-এ।
বয়স ৩০ পেরুনোর পর রোনালদো ম্যাচ খেলেছেন ৫৬৭টি, গোল করেছেন ৪৮০টি এবং অ্যাসিস্ট করেছেন ১০৩টি।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা প্রমাণ করে চলেছেন বয়স তার কাছে শুধু সংখ্যামাত্র। ৪০ বছর বয়সেও রেকর্ড গড়ে পর্তুগালকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন আরও একটি বিশ্বকাপ অভিযানের পথে।