ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গণতান্ত্রিক পরিবেশ শুরুতেই হোঁচট খেয়েছে: ছাত্রদলের আবিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নির্বাচনে যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার কথা ছিল তা শুরুতেই হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশঙ্কা করছি, যে নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম তা শুরুতেই হোঁচট খেয়েছে।’

আবিদ বলেন, ‘আমি হাস্যজ্বল মুখে বলেছিলাম, আর কোনো অভিযোগ করতে চাই না। আগেও যখন প্রশ্ন করেছেন, আমি বলেছি আমরা আর নেতিবাচক চিন্তা করতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পুরো দেশে গণতন্ত্রের এমন একটি দৃশ্য উপহার দিতে চাই, যেখানে অভিযোগের কোনো জায়গা থাকবে না। আমরা সবাই জিতে যাব। কিন্তু আজ সকাল থেকে অনেক গণমাধ্যমও বিভ্রান্ত হয়েছে, আপনারা লিখেছিলেন যে ছাত্রদলের ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছে। কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। পরে দেখলাম তারা আবার সংশোধন করেছে।’

ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ‘দুপুর থেকে শুনলাম রোকেয়া হল এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ পেয়েছি। রোকেয়া হলে যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকেই ক্রস দেওয়া আছে শিবিরের ভিপি ও জিএসের জায়গায়। একই পরিস্থিতি বেগম রোকেয়া হলেও। অনেকেই পোস্ট করছে ভোট কারচুপি হচ্ছে কিনা। মেয়েরাও বেরিয়ে এর প্রতিবাদ জানিয়েছে, এটাও আপনারা দেখেছেন।’

আবিদুল ইসলাম বলেন, ‘অল্প সময়ে যাতে ভোটাররা ভোট দিতে পারে, এজন্য তাদের হাতে প্যানেল নম্বরগুলো দিয়ে দিতে হয়। কিন্তু সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আমাদের ওপর জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারব না। পরে রোকেয়া হলে ১০০ গজ দূরে থেকেও যখন আমাদের মেয়েরা এগুলো প্রচার করছিল, একজন শিক্ষক হুমকি দিয়েছেন। তার তো এমন হিংস্র আচরণের কথা না। সব মিলিয়ে আমরা আশঙ্কা করছি, যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার কথা ছিল, হয়তো সেটা শুরুতে হোঁচট খেয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

গণতান্ত্রিক পরিবেশ শুরুতেই হোঁচট খেয়েছে: ছাত্রদলের আবিদ

আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার কথা ছিল তা শুরুতেই হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশঙ্কা করছি, যে নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম তা শুরুতেই হোঁচট খেয়েছে।’

আবিদ বলেন, ‘আমি হাস্যজ্বল মুখে বলেছিলাম, আর কোনো অভিযোগ করতে চাই না। আগেও যখন প্রশ্ন করেছেন, আমি বলেছি আমরা আর নেতিবাচক চিন্তা করতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পুরো দেশে গণতন্ত্রের এমন একটি দৃশ্য উপহার দিতে চাই, যেখানে অভিযোগের কোনো জায়গা থাকবে না। আমরা সবাই জিতে যাব। কিন্তু আজ সকাল থেকে অনেক গণমাধ্যমও বিভ্রান্ত হয়েছে, আপনারা লিখেছিলেন যে ছাত্রদলের ভিপি প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছে। কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। পরে দেখলাম তারা আবার সংশোধন করেছে।’

ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ‘দুপুর থেকে শুনলাম রোকেয়া হল এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ পেয়েছি। রোকেয়া হলে যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকেই ক্রস দেওয়া আছে শিবিরের ভিপি ও জিএসের জায়গায়। একই পরিস্থিতি বেগম রোকেয়া হলেও। অনেকেই পোস্ট করছে ভোট কারচুপি হচ্ছে কিনা। মেয়েরাও বেরিয়ে এর প্রতিবাদ জানিয়েছে, এটাও আপনারা দেখেছেন।’

আবিদুল ইসলাম বলেন, ‘অল্প সময়ে যাতে ভোটাররা ভোট দিতে পারে, এজন্য তাদের হাতে প্যানেল নম্বরগুলো দিয়ে দিতে হয়। কিন্তু সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আমাদের ওপর জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারব না। পরে রোকেয়া হলে ১০০ গজ দূরে থেকেও যখন আমাদের মেয়েরা এগুলো প্রচার করছিল, একজন শিক্ষক হুমকি দিয়েছেন। তার তো এমন হিংস্র আচরণের কথা না। সব মিলিয়ে আমরা আশঙ্কা করছি, যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার কথা ছিল, হয়তো সেটা শুরুতে হোঁচট খেয়েছে।’