ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেপ্তার ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

রাজধানীর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে অভিযান চালিয়ে ১৬০০ লিটার নকল মবিল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো.সাইফুল ইসলাম (৫৭) ও মো. রফিকুল ইসলাম (৫০)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

dhakapost

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নকল মবিল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নকল মবিল বিক্রির উদ্দেশে কাছে রাখার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

রাজধানীতে ১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে অভিযান চালিয়ে ১৬০০ লিটার নকল মবিল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো.সাইফুল ইসলাম (৫৭) ও মো. রফিকুল ইসলাম (৫০)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

dhakapost

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নকল মবিল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নকল মবিল বিক্রির উদ্দেশে কাছে রাখার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।