জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি বেশকিছু দিন আলোচনার বাইরে! তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ূরাক্ষী’। যা ব্যবসাসফল হয়নি, একইসঙ্গে ছবিটির নির্মাতা ও এই অভিনেত্রী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমে বিতর্ক তৈরি করেছিলেন।
সম্প্রতি লম্বা একটা সময় অস্ট্রেলিয়াতে ছিলেন দুই বোনের কাছে। দেশে ফেরার পর নতুন দুটি ছবিতে কাজের কথাবার্তা চূড়ান্ত করেছেন এই নায়িকা। মূলত এই কাজ দুটির জন্যই তিনি আজ খবরের শিরোনামে উঠে এসেছেন।
ববির চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে। একই ছবি দিয়ে ইফতেখারেরও বড় পর্দার নির্মাতা হওয়া। এই নায়িকা-নির্মাতা জুটির মধ্যে রসায়নটাও দারুণ ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও গুঞ্জন রয়েছে ঢালিউডে। ববিকে নিয়ে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘বিজলী’র মতো ছবি উপহার দিয়েছেন ইফতেখার।
তবে কোনো এক অজানা কারণে গত সাত বছর দুজনকে একসঙ্গে পাওয়া যায়নি। অনেকে ভেবেছিলেন দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে সব ভুলেই হয়তো আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা! সাত বছর পর আবারও ইফতেখারের ছবিতে দেখা যাবে ববিকে।
কেন এত দিন কাজ হয়নি সেটাও পরিস্কার করলেন ববি, ‘ইফতেখারের ছবিতে দর্শক আমাকে সব সময় পছন্দ করেছে। আমরাও দর্শকের নতুন নতুন ছবি উপহার দিতে চেষ্টা করি। মাঝখানে দুই বছর করোনা ছিল। এরপর ইফতেখার আমেরিকা গিয়েছিল বেশ কিছুদিনের জন্য। তারপর দেশে ফিরে হারল্যানের সঙ্গে যুক্ত হয়। ফলে আমরা কাজ করার সময় করে উঠতে পারিনি। সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা নতুন ছবি নিয়ে আসছি। তখন ছবির নাম ও আমার সঙ্গে অন্যান্য কলাকুশলীর নামও জানিয়ে দেব।’
এই ছবিটির বাইরে প্রখ্যাত নির্মাতা বদিউল আলম খোকনের ‘তছনছ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ববি। ‘তছনছ’ ছবিটি নিয়ে ববি বলেন, ‘আমি দেশে ফেরার পর এখনো পাণ্ডুলিপিটা পড়তে পারিনি। খোকন ভাইয়ের বড় বড় ছবিতে অভিনয় করেছি। তিনি খুব বিচক্ষণ নির্মাতা। কিছু কিছু জায়গায় আমি পরিবর্তন দাবি করেছিলাম। খোকন ভাই সেগুলো করলেই শুটিংয়ে অংশ নেব। হয়তো এই মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিংয়ে অংশ নেব।’
চলচ্চিত্রে কাজ করলেও আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। কিছুদিনের মধ্যে সৈকত নাসিরের একটি ছবি চূড়ান্ত করবেন। এছাড়া আরো দুটি ছবির ব্যাপারে কথা চলছে। ফলে ওটিটিতে কাজ করার জন্য শিডিউলও দিতে পারবেন না। ববি বলেন, ‘আমরা বড় পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না। তা ছাড়া যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না। তাই ওটিটি থেকে দূরে আছি।’
এদিকে, ববি লন্ডনে গিয়ে মিনহাজ কিবরিয়ার ‘বেঈমান’ ছবির শুটিং করেছেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শুটিং করেছিলেন কে এ নিলয়ের ‘বউ’ সিনেমাটির। দুটি ছবিই আছে মুক্তির অপেক্ষায়। ববি বলেন, ‘দুটির গল্প দুই ধরনের। একটি সামাজিক গল্পের আরেকটি থ্রিলার। এখন তো অনেক ছবিরই প্রস্তাব পাই। তবে সিদ্ধান্ত নিই ভেবে-চিন্তে।’