ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজ থেকে আয়ের সবটা বন্যা দুর্গতদের দান করছেন সালমান ও শাহিন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

আফগানিস্তানকে ৬৬ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান।

জুন থেকে বিপর্যস্ত পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশের জনজীবন। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্রমাগত বন্যার কারণে শিশুসহ ৯ শতাধিক লোকের মৃত্যু ঘটেছে। যার অধিকাংশই খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের। খাইবারেই মারা গেছেন ৫ শতাধিক লোক।

প্রায় আড়াই মাসের বন্যায় পাকিস্তানের ৪০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। এমন একটা সময়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। মোহাম্মদ নাওয়াজের হ্যাটট্রিকে ফাইনালে গতকাল আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ১৪১ ‍তুলে রশিদ খানদের গুটিয়ে দিয়েছে মাত্র ৬৬ রানে।


দাপুটে এই জয়ের পর ত্রিদেশীয় সিরিজ থেকে নিজের আয়ের সবটা বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। আয়ের সবটা দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদিও। এক্সে এক স্ট্যাটাসে পাকিস্তান দলপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজেরা দুজন তো দিচ্ছেনই, বাকিদেরও দেওয়ার জন্য উৎসাহিত করেছেন আগা। তিনি লেখেন, ‘ব্যাপারটা হলো আমরা কীভাবে সাড়া দিলাম। দেশে এখন কঠিন অবস্থা যাচ্ছে। আমি আর শাহিন ত্রিদেশীয় সিরিজের আয় বন্য দুর্গতদের দান করে দিচ্ছি। যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দান করার জন্য অন্য তারকাদেরও উৎসাহিত করছি।’
বন্যা দুর্গতদের সাহায্য করতে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলেন। ৩০ আগস্ট পেশোয়ার জালমি পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। ওই ম্যাচে অংশ নিয়েছিলেন শহিদ আফ্রিদি, সাইদ আজমল, ইউনুস খান, শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনিস, আজহার মেহমুদ, কামরান গুলামের মতো সাবেকরা। পেশোয়ারের হয়ে খেলেছিলেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও ইহসানউল্লাহরা।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

ত্রিদেশীয় সিরিজ থেকে আয়ের সবটা বন্যা দুর্গতদের দান করছেন সালমান ও শাহিন

আপডেট সময় : ০৫:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানকে ৬৬ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান।

জুন থেকে বিপর্যস্ত পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশের জনজীবন। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্রমাগত বন্যার কারণে শিশুসহ ৯ শতাধিক লোকের মৃত্যু ঘটেছে। যার অধিকাংশই খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের। খাইবারেই মারা গেছেন ৫ শতাধিক লোক।

প্রায় আড়াই মাসের বন্যায় পাকিস্তানের ৪০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। এমন একটা সময়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। মোহাম্মদ নাওয়াজের হ্যাটট্রিকে ফাইনালে গতকাল আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ১৪১ ‍তুলে রশিদ খানদের গুটিয়ে দিয়েছে মাত্র ৬৬ রানে।


দাপুটে এই জয়ের পর ত্রিদেশীয় সিরিজ থেকে নিজের আয়ের সবটা বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। আয়ের সবটা দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদিও। এক্সে এক স্ট্যাটাসে পাকিস্তান দলপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজেরা দুজন তো দিচ্ছেনই, বাকিদেরও দেওয়ার জন্য উৎসাহিত করেছেন আগা। তিনি লেখেন, ‘ব্যাপারটা হলো আমরা কীভাবে সাড়া দিলাম। দেশে এখন কঠিন অবস্থা যাচ্ছে। আমি আর শাহিন ত্রিদেশীয় সিরিজের আয় বন্য দুর্গতদের দান করে দিচ্ছি। যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দান করার জন্য অন্য তারকাদেরও উৎসাহিত করছি।’
বন্যা দুর্গতদের সাহায্য করতে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলেন। ৩০ আগস্ট পেশোয়ার জালমি পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। ওই ম্যাচে অংশ নিয়েছিলেন শহিদ আফ্রিদি, সাইদ আজমল, ইউনুস খান, শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনিস, আজহার মেহমুদ, কামরান গুলামের মতো সাবেকরা। পেশোয়ারের হয়ে খেলেছিলেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও ইহসানউল্লাহরা।