ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির জন্ম: আমীর খসরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলে, বিএনপি কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠা হয়েছিল সেটা সকলকে বুঝতে হবে। বাংলাদেশ যখন গণতন্ত্রহীনতা ও অস্থিতিশীল পরিবেশ ছিল, অর্থনীতি ভেঙ্গে পড়েছিল, জনগণের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠান ও ক‍ক্যলিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় সন্ধ্যায় নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলোজি মিলনায়তনে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্যালিফোর্নিয়ায় বিএনপির শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। সকলকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাছিত, শামসুজ্জোহা বাবলু, ডাবলু আমিন, মাহবুবুর রহমান শাহিন, খন্দকার আলম, মুশফিকুর চৌধুরী খসরু, সাইফুল আনসারী চপল, আফজাল হোসেইন শিকদার, মাহতাব আহমেদ, শওকত হোসেন আনজিন, ফারুক হাওলাদার, নাসির সৈয়দ জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ, রফিকুজ্জামান জুয়েল, লায়েক আহমেদ, লোকমান হোসেন, কামাল হোসেন তরুণ, ইলিয়াস মিয়া, আলমগীর হোসেন, খায়রুজ্জামান মামুন, সেলিমা খান মম্পি, শাহিন হক, রনি জামান, মহিউদ্দিন বাবর, এফ মহান জন, ওমর মারুক মাসুম, ওমর ফারুক টিটু, সুমেন আহমেদ, সারজিল বিন ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে ক‍্যালিফোর্নিয়া প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী এবং ব্যান্ডদল ফ্রিডম এজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির জন্ম: আমীর খসরু

আপডেট সময় : ০৫:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলে, বিএনপি কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠা হয়েছিল সেটা সকলকে বুঝতে হবে। বাংলাদেশ যখন গণতন্ত্রহীনতা ও অস্থিতিশীল পরিবেশ ছিল, অর্থনীতি ভেঙ্গে পড়েছিল, জনগণের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠান ও ক‍ক্যলিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় সন্ধ্যায় নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলোজি মিলনায়তনে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্যালিফোর্নিয়ায় বিএনপির শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। সকলকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাছিত, শামসুজ্জোহা বাবলু, ডাবলু আমিন, মাহবুবুর রহমান শাহিন, খন্দকার আলম, মুশফিকুর চৌধুরী খসরু, সাইফুল আনসারী চপল, আফজাল হোসেইন শিকদার, মাহতাব আহমেদ, শওকত হোসেন আনজিন, ফারুক হাওলাদার, নাসির সৈয়দ জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ, রফিকুজ্জামান জুয়েল, লায়েক আহমেদ, লোকমান হোসেন, কামাল হোসেন তরুণ, ইলিয়াস মিয়া, আলমগীর হোসেন, খায়রুজ্জামান মামুন, সেলিমা খান মম্পি, শাহিন হক, রনি জামান, মহিউদ্দিন বাবর, এফ মহান জন, ওমর মারুক মাসুম, ওমর ফারুক টিটু, সুমেন আহমেদ, সারজিল বিন ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে ক‍্যালিফোর্নিয়া প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী এবং ব্যান্ডদল ফ্রিডম এজ।