জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধির প্রতিবাদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য জড়ো হন কয়েকশ মানুষ।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর প্রতিবাদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য জড়ো হন কয়েকশ মানুষ। শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।
বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে দাঙ্গা পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর একটি গাড়ি উঠিয়ে দেয় পুলিশ।
তাতে আফফান কুর্নিয়াওয়ান নামে মোটরসাইকেল চালক নিহত হন। মাত্র ২১ বছর বয়সি যুবক আফফান রাইড শেয়ারিং অ্যাপে মোটরসাইকেল চালাতেন। তবে তিনি এদিন বিক্ষোভে অংশ নেননি বলে দাবি করেছে মোটরসাইকেল চালকদের সংগঠন।
আফফানের মৃত্যুর ঘটনায় সাত পুলিশ সদস্যকে আটক করে তদন্ত শুরু হয়েছে। তবে তার মৃত্যু মেনে নিতে পারছেন না মোটরসাইকেল ও ট্যাক্সিচালকরা। তার নতুন করে বিক্ষোভ শুরু করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) তারা জাকার্তা মোবাইল ব্রিগেড কোর সদর দফতরের বাইরে কুর্নিয়াওয়ানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছে।
ট্যাক্সিচালকদের বিক্ষোভে সংহতি জানিয়েছেন দেশটির শিক্ষার্থীরাও যারা আইনপ্রণেতাদের ভাতা বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন। শিক্ষার্থী রাজধানী শহরের পুলিশ সদর দফতরের বাইরে সমাবেশ ডেকেছেন।
এদিকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কুর্নিয়াওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত অ্যাকশনে আমি হতবাক ও হতাশ।’
এক ভিডিও বার্তায় প্রাবোও বলেন, ‘আমি একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি … এবং জড়িত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’
সম্প্রতি একাধিক প্রতিবেদনে উঠে আসে, ইন্দোনেশিয়ার ৫৮০ জন সংসদ সদস্য গত বছরের সেপ্টেম্বর থেকে মাসে ৫০ মিলিয়ন রুপিয়াহ (প্রায় ৩ হাজার ৭৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭৮৮ টাকা) আবাসন ভাতা পাচ্ছেন।
এই ভাতা ইন্দোনেশিয়ার দরিদ্র অঞ্চলে প্রচলিত ন্যূনতম মজুরির প্রায় ২০ গুণ বেশি। বেশিরভাগ নাগরিকের অর্থনৈতিক সংকটের মধ্যে শিক্ষার্থীরা বিশাল পরিমাণ এই ভাতাকে অন্যায্য বলে দেখছেন। আর এ কারণেই প্রতিবাদে ফেটে পড়েছেন তারা।
‘গেজায়ান মেমাঙ্গগিল’ নামের একটি সংগঠন জানায়, সংসদ সদস্যদের বেতন কমানো, সরকারে দুর্নীতিবাজ অভিজাত শ্রেণি ও সামরিক-করেপারেটপন্থী নীতির বিরুদ্ধে আন্দোলনই এই বিক্ষোভের মূল লক্ষ্য।
সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধির প্রতিবাদে সোমবার (২৫ আগস্ট) রাজধানী জাকার্তায় বিক্ষোভ শুরু হয়। তবে শুরু থেকেই সহিংস উপায়ে এই বিক্ষোভ দমন করার চেষ্টা করছে সরকার ও প্রশাসন। এবিসির এক প্রতিবেদন মতে, এখন পর্যন্ত অন্তত ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে।