অভিনয়ে গড়পড়তা হলেও নিজের প্রযোজনায় বেশ কিছু সিনেমা করেছেন ব্যবসায়ী অনন্ত জলিল। নায়ক হিসেবে দেখা গেছে অন্যের প্রযোজিত ছবিতেও। নতুন খবর হচ্ছে আর অভিনয় করবেন না অনন্ত জলিল। ছেড়ে দেবেন সিনেমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অনন্ত।
তার কথায়, হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে তার বাবা মা সিনেমা করে এমনটা ভালো দেখায় না।
এরপর বলেন, ‘বর্ষার কথা হচ্ছে আমাদের হাতে যে দুই তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে দেখা যাবে। আমার দুইটা ছেলে আছে জানেন। আমার বড় ছেলে এখন ৮ পারা কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। ওদের একজনের সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করব।’
আরও বলেন, ‘আমার দুই ছেলে মানারাতে পড়ে। যেহেতু ওখানে ইংলিশ মিডিয়ামের সঙ্গে সঙ্গে ধর্মীয় পড়াশোনা হয়, ওরা কিন্তু জোহরের নামাজের পর ছুটি দিয়ে দেয়। এই যে একটা ইসলামিক শিক্ষা। ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।’
বর্ষার সিনেমা ছেড়ে দেওয়া প্রসঙ্গেও কথা বলেছেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘যেহেতু ওরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করে, ওর আম্মু সিনেমা করবে, এটা ওদের ভালো লাগবে না।
সবশেষ অনন্ত জলিলকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় ‘নেত্রী দ্য লিডার’ ছবি। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।
এতে দেশের অভিনয়শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন বলিউড ও তুরস্কের অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত উল্লেখযোগ্য।