৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস), স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে জনবহুল উপকূলীয় শহর আবেপুরা থেকে ১৮৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
এদিকে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা জারি করেনি কতৃপক্ষ।
ভৌগলিকভাবে ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা অঞ্চলে। ইউরোপ ও এশিয়ার টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে কারণে এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। তার ওপর দেশটিতে রয়েছে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি। এসব কারণে ইন্দোনেশিয়ার বাসিন্দাদের নিয়মিতই ভূমিকম্প মোকাবিলা করে টিকে থাকতে হয়।
সূত্র: সিনহুয়া