ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখের পুরস্কার নিয়ে বিরূপ মন্তব্যকারীদের বিরুদ্ধে সরব মুকেশ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

‘জওয়ান’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের সর্বোচ্চ এই সম্মাননা পেয়েছেন তিনি। 

স্বাভাবিকভাবেই, শাহরুখের ভক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে একই সঙ্গে কিছু ব্যক্তি এই পুরস্কারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এবার সেই সমালোচকদের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না, যিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত।

এক সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, ‘যারা বলছেন শাহরুখের এই ছবির জন্য নয়, ‘স্বদেশ’-এর মতো ছবির জন্য পুরস্কার পাওয়া উচিত ছিল তাদের মনে রাখা উচিত এ আর রহমান তার আগের অনেক দুর্দান্ত গানের জন্য নয়, বরং ‘জয় হো’র জন্য অস্কার পেয়েছিলেন।’

শাহরুখের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মুকেশ আরও বলেন, ‘শাহরুখ গত প্রায় ৪০ বছর ধরে কঠোর পরিশ্রম করছেন। তিনি যদি জাতীয় পুরস্কার পান তাতে দোষের কী আছে?’ মুকেশ ছাড়াও বলিউডের আরও অনেক তারকা শাহরুখের এই অর্জনে তার পাশে দাঁড়িয়েছেন।

এর আগে, মালায়ালম অভিনেত্রী উর্বশী শাহরুখকে জাতীয় পুরস্কার দেওয়ায় হতাশা প্রকাশ করেন। তার মতে, সেরা অভিনেতার পুরস্কার বিজয় রাঘবন-এর প্রাপ্য ছিল। উর্বশী নিজে সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন, কিন্তু এতে তিনি খুশি নন বলেও জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

শাহরুখের পুরস্কার নিয়ে বিরূপ মন্তব্যকারীদের বিরুদ্ধে সরব মুকেশ

আপডেট সময় : ০৩:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

‘জওয়ান’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের সর্বোচ্চ এই সম্মাননা পেয়েছেন তিনি। 

স্বাভাবিকভাবেই, শাহরুখের ভক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে একই সঙ্গে কিছু ব্যক্তি এই পুরস্কারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এবার সেই সমালোচকদের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না, যিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত।

এক সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, ‘যারা বলছেন শাহরুখের এই ছবির জন্য নয়, ‘স্বদেশ’-এর মতো ছবির জন্য পুরস্কার পাওয়া উচিত ছিল তাদের মনে রাখা উচিত এ আর রহমান তার আগের অনেক দুর্দান্ত গানের জন্য নয়, বরং ‘জয় হো’র জন্য অস্কার পেয়েছিলেন।’

শাহরুখের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মুকেশ আরও বলেন, ‘শাহরুখ গত প্রায় ৪০ বছর ধরে কঠোর পরিশ্রম করছেন। তিনি যদি জাতীয় পুরস্কার পান তাতে দোষের কী আছে?’ মুকেশ ছাড়াও বলিউডের আরও অনেক তারকা শাহরুখের এই অর্জনে তার পাশে দাঁড়িয়েছেন।

এর আগে, মালায়ালম অভিনেত্রী উর্বশী শাহরুখকে জাতীয় পুরস্কার দেওয়ায় হতাশা প্রকাশ করেন। তার মতে, সেরা অভিনেতার পুরস্কার বিজয় রাঘবন-এর প্রাপ্য ছিল। উর্বশী নিজে সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন, কিন্তু এতে তিনি খুশি নন বলেও জানিয়েছেন।