ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিষাদ স্মৃতি নিয়ে স্মরণসভা, মোনাজাতে সহপাঠীদের জন্য কান্না

ণসভায় মোনাজাতে মাইলস্টোনের শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর আবারও শুরু হয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও ক্লাস বা পরীক্ষা এখন বন্ধই রয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে স্মরণসভা।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানস্থলে ছিল কালো ব্যানার, নিহতদের ছবি, ফুল ও মোমবাতি। দুঃসহ স্মৃতির ভার যেন নীরবে বয়ে বেড়াচ্ছিল পুরো ক্যাম্পাস।

কলেজটির অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই।

জাহাঙ্গীর খান বলেন, ‘যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথা নিয়মে শুরু হবে ক্লাস-পরীক্ষা।’
কলেজের আরেক অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘আগামীকাল সোমবারও ক্লাস হবে না, তবে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলবেন। নিয়মিত পাঠদান শুরু হবে বুধবার। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে আগামী তিন মাস কাউন্সেলিং কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের কেউ নিখোঁজ নেই। যাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের তালিকা কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে যাতে বিভ্রান্তি না থাকে।’

জিয়াউল আলম আরও বলেন, ‘আমাদের মাইলস্টোন পরিবার এখন আহত। কিন্তু এই আঘাত সামলে আমরা ঘুরে দাঁড়াতে চাই। যারা আমাদের পাশে থেকেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কঠিন সময়ে গুজব নয়, সহানুভূতি ও সহমর্মিতা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

বিষাদ স্মৃতি নিয়ে স্মরণসভা, মোনাজাতে সহপাঠীদের জন্য কান্না

আপডেট সময় : ০৩:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

ণসভায় মোনাজাতে মাইলস্টোনের শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর আবারও শুরু হয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও ক্লাস বা পরীক্ষা এখন বন্ধই রয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে স্মরণসভা।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানস্থলে ছিল কালো ব্যানার, নিহতদের ছবি, ফুল ও মোমবাতি। দুঃসহ স্মৃতির ভার যেন নীরবে বয়ে বেড়াচ্ছিল পুরো ক্যাম্পাস।

কলেজটির অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই।

জাহাঙ্গীর খান বলেন, ‘যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথা নিয়মে শুরু হবে ক্লাস-পরীক্ষা।’
কলেজের আরেক অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘আগামীকাল সোমবারও ক্লাস হবে না, তবে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলবেন। নিয়মিত পাঠদান শুরু হবে বুধবার। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে আগামী তিন মাস কাউন্সেলিং কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের কেউ নিখোঁজ নেই। যাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের তালিকা কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে যাতে বিভ্রান্তি না থাকে।’

জিয়াউল আলম আরও বলেন, ‘আমাদের মাইলস্টোন পরিবার এখন আহত। কিন্তু এই আঘাত সামলে আমরা ঘুরে দাঁড়াতে চাই। যারা আমাদের পাশে থেকেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কঠিন সময়ে গুজব নয়, সহানুভূতি ও সহমর্মিতা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।