রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকালে গেন্ডারিয়া রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা সকালে খবর পেয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের পাশে থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করি। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছিলাম। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, কে বা কারা ওই নারীকে গলাকেটে হত্যা করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তদন্ত চলছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’