পর্দায় বিভিন্ন সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলেন আমির খান। চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন ভুল। বাস্তবে এবার তিনিই আইনের চোখে সন্দেহের তালিকায়। আচমকা তার বাড়িতে পুলিশের হানা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এরইমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে আমিরের বাড়ি থেকে একটি পুলিশ ভ্যান পুলিশ আধিকারিকের একটি বাস। ভাইরাল হতে সময় লাগেনি। এরপর থেকেই জল্পনা, কী কারণে অভিনেতার বাড়িতে আইনের হানা।
এর কোনো কারণ জানা যায়নি। তবে অভিযোগ রয়েছে অনেক দিন ধরে কর ফাঁকি দিচ্ছেন আমির খান ও অমিতাভ বচ্চন। তাদের নামে দুটি বিলাস বহুল রোলস রয়েস গাড়ি চলছে রাস্তায়।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, বছর খানেক আগে গাড়ি দুটি বিক্রি করে দিয়েছেন তারকাদ্বয়। সেগুলোর মালিক এখন কর্ণাটকের দাপুটে নেতা তথা ব্যবসায়ী ইউসুফ শরিফ। তবে এখনও নিজের নামে গাড়ি দুটি নিবন্ধন করেননি ইউসুফ। দেন না রোড ট্যাক্সও।
এরকম হলে সব দায় আমির-অমিতাভের কাঁধেই পড়ার কথা। হয়েছেও তাই। আইনের প্যাচে পড়েছেন ইউসুফও। অনেকের ধারণা এ ঘটনার তদন্তে আমিরের বাড়িতে হানা দিয়েছে ২৫ পুলিশ অফিসার। একইসঙ্গে নেটিজেনদের সন্দেহ, তবে কি ফেঁসে যাচ্ছেন অমিতাভও! তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি আমির ও বিগ বি।