ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, উদ্ধার ৪

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান। 

তিনি বলেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমান বিধ্বস্তের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আর আছেন, স্থানীয়রা এবং সেনাবাহিনীর কিছু সদস্য।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উত্তরা বিভাগের এডিসি এস এম জাহাঙ্গীর হাসান ঢাকার মেইলকে বলেন, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, উদ্ধার ৪

আপডেট সময় : ০২:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান। 

তিনি বলেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমান বিধ্বস্তের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আর আছেন, স্থানীয়রা এবং সেনাবাহিনীর কিছু সদস্য।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উত্তরা বিভাগের এডিসি এস এম জাহাঙ্গীর হাসান ঢাকার মেইলকে বলেন, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।