ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে: আমীর খসরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

প্রত্যেক দলই ঐক্যমত কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে তা সংস্কার হবে। এটা খুব সহজ ব্যাপার। আমরা প্রত্যেকেই প্রস্তাবগুলো জমা দিয়েছি। সেখানে যা ঐক্যমত হবে সেটা আমরা ১৫/২০ দিনে করে ফেলতে পারি। তারপর যে সনদের কথা বলা হয়েছে তাতে যদি ঐক্যমত হয় সেটা সই করা সময়ের ব্যাপার না। তাহলে তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সেখানে অর্থনীতি ও ট্যারিফের বিষয়টা আসছে। আমরা বলেছি, সবাই মিলে ট্যারিফ কিভাবে প্রত্যাহার করা যায়। ট্যারিফ একটা সহনীয় সীমার মধ্যে না আনলে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে দেশে ও দেশের বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে, যারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে, জনগণের সমর্থনে থাকা সরকারের সিদ্ধান্ত নিতে যত সহজ হয় এটা বিনিয়োগকারীদের জন্য সংক্ষিপ্ত কিছু না। এটা দীর্ঘ, মধ্য ও সংক্ষিপ্ত মেয়াদি। স্বভাবতই সবাই অপেক্ষা করছে নির্বাচিত সরকারের পলিসি কী হবে।

বিএনপির অর্থনীতি পলিসি কী হবে সেটা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, বিগত দিনে যত সংস্কার হয়েছে বিএনপির সময়ে হয়েছে। অর্থনীতির সংস্কার, রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আমাদের সংস্কারের কারণে আসছে। আগামী দিনে আমরা বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে: আমীর খসরু

আপডেট সময় : ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

প্রত্যেক দলই ঐক্যমত কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে তা সংস্কার হবে। এটা খুব সহজ ব্যাপার। আমরা প্রত্যেকেই প্রস্তাবগুলো জমা দিয়েছি। সেখানে যা ঐক্যমত হবে সেটা আমরা ১৫/২০ দিনে করে ফেলতে পারি। তারপর যে সনদের কথা বলা হয়েছে তাতে যদি ঐক্যমত হয় সেটা সই করা সময়ের ব্যাপার না। তাহলে তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সেখানে অর্থনীতি ও ট্যারিফের বিষয়টা আসছে। আমরা বলেছি, সবাই মিলে ট্যারিফ কিভাবে প্রত্যাহার করা যায়। ট্যারিফ একটা সহনীয় সীমার মধ্যে না আনলে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে দেশে ও দেশের বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে, যারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে, জনগণের সমর্থনে থাকা সরকারের সিদ্ধান্ত নিতে যত সহজ হয় এটা বিনিয়োগকারীদের জন্য সংক্ষিপ্ত কিছু না। এটা দীর্ঘ, মধ্য ও সংক্ষিপ্ত মেয়াদি। স্বভাবতই সবাই অপেক্ষা করছে নির্বাচিত সরকারের পলিসি কী হবে।

বিএনপির অর্থনীতি পলিসি কী হবে সেটা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, বিগত দিনে যত সংস্কার হয়েছে বিএনপির সময়ে হয়েছে। অর্থনীতির সংস্কার, রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আমাদের সংস্কারের কারণে আসছে। আগামী দিনে আমরা বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাব।