ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক : পেজেশকিয়ান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে নিজের পায়ে দাঁড়াতে না দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে আবারও দাবি করেছেন।

ইরানের পরমাণু কর্মসূচি যে পুরোপুরি শান্তিপূর্ণ, সেই দাবি পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, ‘আমরা কখনোই পারমাণবিক অস্ত্র বা কোনো ধ্বংসাত্মক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, করবও না।’

সাক্ষাৎকারে ইসরাইলি হামলা প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটিই প্রমাণ করে যে, ইসরাইল আক্রমণকারী। তেল আবিব আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে ইরানে হামলা চালাচ্ছে।’

এদিকে রোববারই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অধীনে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। ইরান তার দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় ৩০ দিনের মধ্যে এই নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা হয়।
এর মধ্য দিয়ে গত এক দশকে প্রথমবারের মতো ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হলো। এই নিষেধাজ্ঞার ফলে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত সব ধরনের আন্তর্জাতিক লেনদেন নিষিদ্ধ হবে। আশঙ্কা করা হচ্ছে, এটি দেশটির অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে।কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, এসব হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে ইরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

যুক্তরাষ্ট্র চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক : পেজেশকিয়ান

আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে নিজের পায়ে দাঁড়াতে না দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে আবারও দাবি করেছেন।

ইরানের পরমাণু কর্মসূচি যে পুরোপুরি শান্তিপূর্ণ, সেই দাবি পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, ‘আমরা কখনোই পারমাণবিক অস্ত্র বা কোনো ধ্বংসাত্মক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, করবও না।’

সাক্ষাৎকারে ইসরাইলি হামলা প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটিই প্রমাণ করে যে, ইসরাইল আক্রমণকারী। তেল আবিব আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে ইরানে হামলা চালাচ্ছে।’

এদিকে রোববারই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অধীনে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। ইরান তার দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় ৩০ দিনের মধ্যে এই নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা হয়।
এর মধ্য দিয়ে গত এক দশকে প্রথমবারের মতো ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হলো। এই নিষেধাজ্ঞার ফলে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত সব ধরনের আন্তর্জাতিক লেনদেন নিষিদ্ধ হবে। আশঙ্কা করা হচ্ছে, এটি দেশটির অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে।কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, এসব হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে ইরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে।