একটি মার্কেটের ৯টি দোকান লুট করে সেই মালামাল ট্রাকে নিয়ে পালিয়েছে সঙ্ঘবদ্ধ ডাকাতদল। এর আগে তারা ওই মার্কেটের নৈশপ্রহরী ও এক ব্যবসায়ীকে কৌশলে বেঁধে ফেলে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি ডাকাত চক্রের সদস্যরা মোটর গ্যারেজের অন্তত ১০ লাখ টাকার পার্টস ও মালামাল নিয়ে গেছে।
বুধবার (৪ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন ঢাকা ঝালুপাড়া এলাকার বিশ্বাস সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
ওই মার্কেটের ব্যবসায়ী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত একটি ট্রাক নিয়ে ওই মার্কেটের সামনে থামায়। ওই ট্রাকে ডাকাত দলের কমপক্ষে ১৫ জন সদস্য ছিল।
ডাকাতদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করেন এই মার্কেটের নৈশপ্রহরী এবং ব্যবসায়ী হাফিজুল ইসলাম।
এসময় ডাকাত দলের সদস্যরা কৌশলে তাদের কাছে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এতে বাধা দিতে গেলে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে এবং পিটিয়ে হাত-পা বেঁধে রেখে ৯টি দোকানে ডাকাতি করে। পরে লুট করা এসব মালামাল ট্রাকে তুলে নিয়ে এক ঘণ্টার মধ্যে তারা পালিয়ে যায়।
ব্যবসায়ী রাহিম উদ্দিন রায়হান বলেন, রাত তিনটার দিকে ১৫ জনের একটা ডাকাত দল এসে মার্কেটের সুজন, আব্দুর রউফ, সেলিম, রাসেল ও রায়হানের দোকান থেকে মোটর পার্টস ও মোটর গ্যারেজের মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ত্রিমোহনী এলাকার দিক থেকে তারা আসে এবং সেদিক দিয়েই চলে যায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মার্কেটের সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে চক্রের সদস্যদের ধরতে কাজ শুরু করেছে বলেও জানান তারা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, পুলিশ আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজের মাধ্যমে আসামি শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।