ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লুধুয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্প থেকে ছয় শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এসময় রোগীদেরকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
বিন্যামূল্যে চিকিৎসা এবং ওষুধ পেয়ে সন্তুষ্ট ওই এলাকার বাসিন্দারা।
আয়োজক কমিটি জানায়, বন্যার্ত এলাকায় তাদের সংগঠনের উদ্যোগে ত্রাণ সহায়তা এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানায় তারা
তার আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় পানি নামার পরে মানুষের মাঝে বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিলে এখন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং ওষুধ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ইমাম সমাজ বাংলাদেশ ।