ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরে পাহাড় ধসে একই পরিবারের তিনজন মারা যাওয়ার খবরের মধ্যেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কক্সবাজারে পাহাড় ধসে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার মধ্যরাতের সদর উপজেলার ঝিলংজায় ইউনিয়নে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতেরা হলো দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি ও তাঁর দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। জীবিত উদ্ধার করা হয়েছে মিজানুর রহমানকে।

এলাকাবাসী জানান, মধ্যরাতের এই ধসে পাহাড়ের মাটি গিয়ে মিজানুর রহমানের ঘরের ওপর পড়ে। এতে ঘরে থাকা আখি মনি ও দুই মেয়েসহ চারজন মাটিচাপা পড়ে। এলাকাবাসী খবর পেয়ে মাটি খুঁড়ে মিজানুর রহমানকে জীবিত উদ্ধার করলেও তাৎক্ষণিক তাঁর স্ত্রী ও দুই মেয়েকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এদিকে, শুক্রবার ভোরে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিনজন মারা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের শঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের চূড়া ও পাদদেশে থাকা লোকদের নিরাপদে সরে যেতে বলা হলেও অনেকেই যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত

কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার সদরে পাহাড় ধসে একই পরিবারের তিনজন মারা যাওয়ার খবরের মধ্যেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কক্সবাজারে পাহাড় ধসে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার মধ্যরাতের সদর উপজেলার ঝিলংজায় ইউনিয়নে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতেরা হলো দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি ও তাঁর দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। জীবিত উদ্ধার করা হয়েছে মিজানুর রহমানকে।

এলাকাবাসী জানান, মধ্যরাতের এই ধসে পাহাড়ের মাটি গিয়ে মিজানুর রহমানের ঘরের ওপর পড়ে। এতে ঘরে থাকা আখি মনি ও দুই মেয়েসহ চারজন মাটিচাপা পড়ে। এলাকাবাসী খবর পেয়ে মাটি খুঁড়ে মিজানুর রহমানকে জীবিত উদ্ধার করলেও তাৎক্ষণিক তাঁর স্ত্রী ও দুই মেয়েকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এদিকে, শুক্রবার ভোরে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিনজন মারা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের শঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের চূড়া ও পাদদেশে থাকা লোকদের নিরাপদে সরে যেতে বলা হলেও অনেকেই যায়নি।